(Source: ECI/ABP News/ABP Majha)
Fuel Price Hike: তেলের দামের প্রভাব বাজারেও, জ্বালানির জ্বালায় জেরবার জনতা
পেট্রোলের দামের আগুন এবার আম জনতার পকেটে। একে একে পশ্চিমবঙ্গের সব জেলায় পেট্রোলের দাম সর্বকালীন রেকর্ড গড়ে ১০০ টাকা পেরিয়ে গেল। গোটা দেশের মতোই রাজ্যজুড়ে ত্রাহি ত্রাহি রব। পেট্রোলের সর্বোচ্চ দাম দার্জিলিংয়ে (Darjeeling)। যা কোনওদিন হয়নি, তা কলকাতায় হল। এখানেও সেঞ্চুরি হাঁকাল পেট্রোল। সেই সঙ্গে ডিজেলের দামও ১০০-র পথে আরও একধাপ এগিয়ে হল ৯২ টাকা ৫০ পয়সা। যার প্রভাব পড়ছে আম আদমির পকেটে।
এদিকে, আজ কলকাতায় (Kolkata) সেঞ্চুরি পার করেও অব্যাহত পেট্রোলের দামবৃদ্ধি। লিটার প্রতি ৩৯ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের (Petrol) দাম ১০০ টাকা ৬২ পয়সা। বেড়েছে ডিজেলের দামও। লিটার প্রতি ১৫ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের (Diesel) নতুন দাম ৯২ টাকা ৬৫ পয়সা। এর আগেই অবশ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে। জ্বালানির দামবৃদ্ধিতে পণ্য পরিবহণের খরচ বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।