Fuel Price Hike: অগ্নিমূল্য পেট্রোপণ্য! কলকাতা থেকে জেলা, প্রতিবাদে সামিল তৃণমূল কর্মী-সমর্থকরা
পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সল্টলেকের (Saltlake) দত্তাবাদে তৃণমূলের (TMC) অভিনব বিক্ষোভ। ওয়ার্ড কো-অর্ডিনেটরের নেতৃত্বে গরু দিয়ে টানা হল গাড়ি। এরপর রান্নার গ্যাস বর্জন করে কাঠের উনুনে রান্না করেন মহিলা তৃণমূল কর্মীরা। ভোজ্য তেলের দাম বাড়ায় বিনা তেলে করা হয় রান্না। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় হাসনাবাদেও (Hasnabad) একইরকমভাবে প্রতিবাদ জানাল তৃণমূল। টাকিতে গরু দিয়ে গাড়ি টানার পাশাপাশি সাইকেলে চড়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। এর পাশাপাশি নদিয়ার (Nadia) নাকাশিপাড়ায় পেট্রোল পাম্পের সামনে তৃণমূলের প্রতিবাদ। বাইক আরোহীদের গোলাপ দিয়ে মিষ্টিমুখ করিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা।
প্রসঙ্গত, পেট্রোলের দামে পকেটে আগুন। প্রাণ ওষ্ঠাগত আমজনতার। সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে বেড়েই চলেছে পেট্রোপণ্যের (Fuel Price) দাম। লাগামছাড়া মূল্যবৃদ্ধি রান্নার গ্যাসের (Cooking Gas)। ঊর্ধ্বমুখী কেরোসিনের (Kerosine) দামও। ৩০ মে পশ্চিমবঙ্গ (West Bengal), অসম (Assam), কেরল (Keral), তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোট শেষ হয়। আর ভোট মিটতেই এদিন পর্যন্ত ৩৮ বার দাম বাড়ল পেট্রোলের। সেঞ্চুরি পার করেও তা থামার লক্ষ্মণ নেই। মানুষ চাইছে পরিত্রাণ আর তার ওপর লাগাতার চাপানো হচ্ছে বোঝা। লিটারে ৩৯ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোল (Petrol) ১০০ টাকা ৬২ পয়সা, ১৫ পয়সা বেড়ে ডিজেল (Diesel) ৯২ টাকা ৬৫ পয়সা।