Death in Police Custody: মানুষের ক্ষোভ থাকলেও আইন হাতে নেওয়া উচিত নয়, বরাকরের ঘটনায় মন্তব্য প্রাক্তন আইজি পঙ্কজ দত্তর
পশ্চিম বর্ধমানের কুলটির বরাকরে পুলিশ ফাঁড়িতে ভাঙচুর। পুলিশের গাড়িতে আগুন। গতকাল রাতে স্থানীয় এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল। পুলিশের দাবি, এরপর গভীর রাতে অসুস্থ হয়ে পড়ে ওই কিশোর। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় ওই কিশোরের। কিশোরের মৃত্যুর খবর আসতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। স্থানীয়দের অভিযোগ, পুলিশের অত্যাচারেই মৃত্যু হয়েছে কিশোরের। মৃতের পরিবারের তরফে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। এ প্রসঙ্গে রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত বলেন, ‘যে কোনও মৃত্যুই দুঃখজনক। এই ঘটনায় আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের কমিশনার যা পদক্ষেপ নিয়েছেন তা সঠিক। মানুষের তো ক্ষোভ থাকবেই যদি পুলিশ হেফাজতে কারও মৃত্যু হয়। কিন্তু এইভাবে আইনকে হাতে নেওয়া সাধারণ মানুষের উচিত নয়। এই ঘটনার পূর্ণ তদন্ত হওয়া দরকার। বরাকর পুলিশ ফাঁড়ি অনেকটাই দূরে। তাই সেখানে নজর রাখার জন্য আরও বেশি পুলিশ প্যাট্রলের ব্যবস্থা করতে হবে।’