Mamata Banerjee at Hooghly: "তুমি শুধু ফিতে কেটেছ", দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো নিয়ে মোদিকে কটাক্ষ মমতার
বুধবার হুগলির (Hooghly) ডানলপ (Dunlop) ময়দানে সভায় উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বললেন, "বাংলার টানে, খাবার টানে, মাটির টানে সবাই এসেছেন। আমি নিজে ছাত্র রাজনীতি করে এসেছি, মা-বোনেরা এবার খেলা হবে কি?। তিনি বলেন, একুশের নির্বাচনে একটাই খেলা হবে একদিকে তৃণমূল কংগ্রেস থাকবে, অন্যদিকে বাকিরা। আমি থাকব গোলরক্ষক, দেখি কে কটা গোল করে? সব বল যাবে বারের ওপর দিয়ে।" প্রধান বিরোধী দল BJP-কে আক্রমণ করে তিনি বলেন, "বিজেপির দলের মেয়েরা সুরক্ষিত তো? উত্তরপ্রদেশ, রাজস্থানে মহিলারা সুরক্ষিত তো?। হিংসা করতে করতে কুৎসা করছে বিজেপি।" প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, "আমি রেলমন্ত্রী থাকাকালীন দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো করেছি, বহু রেল প্রকল্প আমি করেছি, তুমি ফিতে কেটেছ শুধু। প্রধানমন্ত্রী হয়ে মিথ্যে কথা বলছেন? উনি আজ আছেন, কাল থাকবেন না।"