Mamata Banerjee PC: ‘আজ থেকে আপনাদের নতুন জীবন’, দিঘার দোকানিদের হাতে ভ্যান তুলে দেওয়া প্রসঙ্গে মমতা
আজ ঘূর্ণিঝড় ইয়াসের ফলে ক্ষতিগ্রস্ত দিঘার দোকানদারদের হাতে ভ্যান তুলে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। দোকানগুলি শাটার লাগিয়ে ভালো ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সকলকে অনেক অভিনন্দন, আজ থেকে আপনাদের নতুন জীবন শুরু হল।" একইসঙ্গে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দিঘা (Digha) বাংলার একটি পবিত্রতম পর্যটন কেন্দ্র। দিঘা-তমলুক ট্রেন আমি চালু করেছিলাম কারণ দিঘা কতটা সম্ভাবনাপূর্ণ, তা আমি আগেই বুঝতে পেরেছিলাম। দিঘাকে সাজিয়ে তুলতে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু আমফান, ইয়াসের মতো ৪টি ঘূর্ণিঝড় সব ছারখার করে দিয়েছে। দিঘা, তাজপুর, মন্দারমণি-সহ সব জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। দিঘাকে সাজিয়ে তুলতে ৩টি পরিকল্পনা করা হয়েছে। দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ শিবির, দুয়ারে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। ঝড়ের তাণ্ডবে নষ্ট হওয়া দোকানগুলিকে সারিয়ে তুলতে পদক্ষেপ নেওয়া হয়েছে। কী করে প্রকৃতির রোষ সামলে বাঁচতে পারি, তার পরিকল্পনা হচ্ছে। এই ব্যাপারে একটি কমিটি তৈরি করা হয়েছে।"