Morning Headlines: রাজ্যে একদিনে করোনা সংক্রমিত প্রায় ১৬ হাজার, মৃত ৫৭
রাজ্যে একদিনে করোনা সংক্রমণে ফের রেকর্ড। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ষোল হাজার ছুঁইছুঁই। একদিনে মৃত্যু ৫৭ জনের। সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু কলকাতায়।
গুজবে কান দেবেন না। সব রাজ্যকে বিনামূল্যে ভ্যাকসিন পাঠাচ্ছে কেন্দ্র, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশে বিনামূল্যে ভ্যাকসিন পাঠাচ্ছেন, অথচ দেশ জ্বলছে, পাল্টা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
পিএম কেয়ার্স ফান্ডের টাকায় তৈরি হবে ৫৫১টি অক্সিজেন প্ল্যান্ট, দেশজুড়ে সরকারি হাসপাতালে হবে অক্সিজেন উৎপাদন, জানাল পিএমও। আগে করেননি কেন, প্রশ্ন তৃণমূলের।
চিকিৎসা ক্ষেত্র ছাড়া অক্সিজেন ব্যবহার নয়। সব রাজ্যকে নির্দেশিকা পাঠাল কেন্দ্রীয় সরকার। রাজ্যে রেমডিসিভিরের মাত্রাতিরিক্ত ব্যবহারে নিষেধাজ্ঞা। একমাত্র জরুরি পরিস্থিতিতেই প্রয়োগের নির্দেশ।
করোনার বলি আরও এক প্রার্থী। মৃত্যু খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহার। মৃত্যুর দায় নির্বাচন কমিশনের, অভিযোগ ফিরহাদ হাকিমের। বিধি মেনেই ভোট হচ্ছে, পাল্টা বিজেপি।