(Source: ECI/ABP News/ABP Majha)
Narada Case: নারদ-মামলা স্থানান্তর নিয়ে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে আজ ফের হবে শুনানি
চার হেভিওয়েট জামিন পেলেও, নারদ মামলার স্থানান্তর নিয়ে আইনি-টানাপোড়েন অব্যাহত।
সোমবার কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে সেই শুনানির শুরুতেই অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সওয়াল করেন, এই মামলা শোনার এক্তিয়ার বৃহত্তর বেঞ্চের নেই। মামলা স্থানান্তরের মতো বিষয় নিয়ে শুনানি হয় সিঙ্গল বেঞ্চে। যে বিচারপতিরা ডিভিশন বেঞ্চে ছিলেন, তাঁরা বৃহত্তর বেঞ্চে থাকতে পারেন না বলেও সওয়াল করেন তিনি।
বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশে বলেন, দুই বিচারপতির সহমতের ভিত্তিতেই বৃহত্তর বেঞ্চ গঠিত হয়েছে। তাহলে বৃহত্তর বেঞ্চে শুনানিতে অসুবিধা কোথায়? সুপ্রিম কোর্টও বৃহত্তর বেঞ্চে মামলা ফিরিয়ে দিয়েছে।
কিশোর দত্তের উদ্দেশে বিচারপতির এই মন্তব্যের পর সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটার জেনারেল তুষার মেহতা যুক্তি দেন, সুপ্রিম কোর্টে রাজ্যই বলেছিল হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে মামলা বিচারাধীন আছে। এদিন শুনানির শুরুতে বলার সুযোগ পায় রাজ্য সরকার। সওয়াল-জবাবের মধ্যে বিচারপতি সৌমেন সেন বলেন, 'প্রায় ৪৫ মিনিট ধরে আপনি (এজি) এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনাদের বক্তব্য পেশ করেছেন। আমরা মূক ও বধির নই, আমরা বুঝতে পেরেছি। তুষার মেহতাকে তাঁর সওয়াল শুরু করতে দিন। '
সূত্রের খবর, শুনানি চলাকালীন বাদানুবাদে জড়িয়ে পড়েন সলিসিটর জেনারেল তুষার মেহতা ও রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।