Narada Case : কাল সকালে ফের হাইকোর্টে নারদ মামলার শুনানি
নারদ-মামলা স্থানান্তর নিয়ে কলকাতা হাইকোর্টে আজকের শুনানি শেষ। কাল সকাল সাড়ে এগারোটায় ফের নারদকাণ্ডে হাইকোর্টে শুনানি হবে।
‘এই মামলা শোনার এক্তিয়ার নেই বৃহত্তর বেঞ্চের। স্থানান্তরের মামলার শুনানি হয় সিঙ্গল বেঞ্চে। ডিভিশন বেঞ্চের বিচারপতিরা বৃহত্তর বেঞ্চে থাকতে পারেন না।’ শুনানির শুরুতে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। ‘২ বিচারপতির সহমতের ভিত্তিতেই বৃহত্তর বেঞ্চ গঠিত হয়েছে। তাহলে বৃহত্তর বেঞ্চে শুনানিতে অসুবিধা কোথায়?’ কিশোর দত্তকে প্রশ্ন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের। ‘হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ মামলা বিচারাধীন। সুপ্রিম কোর্টে বলেছিল রাজ্য’, বলেন তুষার মেহতা। ‘এখন আমাদের মামলা শুনতে দিন। যখন রায়দান করবে, তখন আপনার মতামত নেব। আপনার মতামত নিয়ে আমরা অবস্থান স্পষ্ট করব।’ কিশোর দত্তকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি টন্ডনের।






















