Narada Case: তুষার মেহতার অপসারণের দাবিতে সরব তৃণমূল
সলিসিটর জেনারেলের সঙ্গে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বৈঠকের অভিযোগ। তুষার মেহতার (Tushar Mehetar) অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল (TMC)। নারদ মামলায় অভিযুক্তের সঙ্গে কীভাবে বৈঠক। সার্ভিস রুল ভেঙেছেন সলিসিটর জেনারেল। অভিযোগ তৃণমূলের। যদিও সলিসিটর জেনারেল দাবি করেছেন, শুভেন্দু তাঁর বাসভবনে গেলেও সাক্ষাৎ হয়নি। তৃণমূলের তরফে পাল্টা তুষার মেহতার বাড়ির সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানানো হয়।
করোনার (Corona) তৃতীয় ঢেউয়ের (Third Wave) আশঙ্কায় এবারও ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃতীয়বার বিপুল ভোটে জয়ের পর এবারই প্রথম ২১ জুলাই। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার বিজয়োৎসব পালনও স্থগিত রেখেছিল তৃণমূল (TMC)। পরিস্থিতি স্বাভাবিক হলে তবে বিজয়োৎসব পালন হবে, বলেছিলেন তৃণমূল নেত্রী। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণের কথাও জানিয়েছিলেন তিনি। তাই পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় এবারও ভার্চুয়াল মাধ্যমে ২১ জুলাই পালনের সিদ্ধান্ত। গতবারও মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট (Kalighat) থেকে বক্তব্য রেখেছিলেন এবং গোটা রাজ্যের বিভিন্ন পার্টি অফিসে তা শোনার ব্যবস্থা করা হয়েছিল। এবারও সেই পন্থাই অবলম্বন করতে চলেছে তৃণমূল।