(Source: ECI/ABP News/ABP Majha)
Suvendu Adhikari: তমলুকের সভা থেকে এসপিকে হুমকি, শুভেন্দুর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের
তমলুক থানায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের। সরকারি কাজে বাধা, কোভিড বিধি উপেক্ষা করে জমায়েত। 'কথা না শুনলে বারমুলা, অনন্তনাগে বদলি', হুমকি শুভেন্দুর। জেলা পুলিশ সুপারের অফিসের সামনে গতকাল বিজেপির (BJP) পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে বিজেপির ইস্যু ছিল, ভোট পরবর্তী হিংসা এবং বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো। এই ইস্যুগুলি নিয়েই বিক্ষোভ এবং ডেপুটেশনের কর্মসূচি নেয় বিজেপি। জেলার অন্যান্য নেতাদের সঙ্গে সেখানে শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন। মূলত তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছেন। জেলা পুলিশ সূত্রে খবর, গতকাল শুভেন্দু অধিকারী জেলা পুলিশ সুপারকেও আক্রমণ করেছেন। অন্যান্য পুলিশ কর্মীদেরও আক্রমণ করেছেন। বিপর্যয় মোকাবিলা আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।