Tarapith Rathyatra 2021: 'বাংলার ভালো হোক, মঙ্গল হোক', রথের দিন তারাপীঠে প্রার্থনা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের
করোনাকালে রথযাত্রা উৎসবে কাটছাঁট হয়েছে তারাপীঠেও (Tarapith Temple)। গতবারের মতো এবারও তারা মাকে নিয়ে রথে করে ঘোরানো হবে না। তার বদলে রথে দেবীর প্রতিকৃতি রেখে বিশেষ পুজো করা হবে। রথযাত্রা উপলক্ষ্যে তারাপীঠে ভক্ত সমাগম হলেও, অন্যবারের তুলনায় এবার ভিড় অনেকটাই কম। আজ সকালে মাতৃদর্শন করতে আসেন লোকসভার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। তিনি বলেন, "আমার মামাবাড়ি কাছেই। ছোটবেলা থেকেই আসি। তখন থেকেই তারাপীঠে আসার অভ্যাস রয়ে গিয়েছে। বাংলার ভালো হোক, মঙ্গল হোক।" এদিকে আজ বিকেলবেলা রথে দেবীর প্রতিকৃতি রেখে বিশেষ পুজো করা হবে। নিয়ম মেনেই হচ্ছে ভোগ রান্নাও। ভক্তরা কোভিড বিধি মেনেই মাতৃপ্রতিমা দর্শন করছেন।






















