West Bengal Assembly Election 2021: 'লোকসভায় দেড় ডজন গোল দিয়েছি, এবার ২০০ গোল দেব', খোঁচা Dilip Ghosh-এর
"লোকসভায় দেড় ডজন গোল দিয়েছি, এবার ২০০ গোল দেব", তৃণমূলকে উদ্দেশ্য করে খোঁচা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জেলে থেকে নির্বাচন (Election) জেতার মন্তব্যের প্রসঙ্গে বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) উদাহরণ দিয়েছেন। এছাড়াও তিনি বলেন, "রাজ্য সরকার হিসাব না দেওয়ার কারণে রাজ্যে কেন্দ্রের টাকা আসে না। তৃণমূল (TMC) কর্মীদের খাওয়ানোর টাকা দেবে না মোদি সরকার।" দিলীপের এই কটাক্ষের উত্তরে তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন, "আমরা দেড় ডজন গোল খেলে, ওঁরা ২২টা গোল খেয়েছেন"। অমিত শাহের জেলে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "রাজনীতিতে জেলে পাঠানোর কথা বলে কোন লাভ নেই।"



















