West Bengal Election 2021: প্রার্থীতালিকা প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে বিজেপির অন্দরে ‘ক্ষোভ’
প্রার্থী নিয়ে ক্ষোভ। কলকাতা (Kolkata) থেকে জেলায় বিক্ষোভ বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিজেপির হেস্টিংস পার্টি অফিসের (Hastings Party Office) সামনে। বিজেপি কর্মীদের বিক্ষোভ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। বিজেপির প্রার্থীতালিকা (Candidate List) ঘোষণা হতেই দিকে দিকে বিক্ষোভের ঝড়। কোথাও পার্টি অফিসে ঝোলানো হল তালা। কোথাও তৃণমূল থেকে আসা নেতাকে দল প্রার্থী করার প্রতিবাদে পোস্টার দিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। কলকাতা থেকে হাওড়া, হুগলি থেকে দক্ষিণ ২৪ পরগনা, বিক্ষোভ সামলাতে হিমশিম খাওয়ার জোগাড় গেরুয়া শিবিরের নেতাদের। হেস্টিংসে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন খোদ বিজেপির সর্বভারতীয় নেতা শিবপ্রকাশ।
![Kolkata News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, ফের লুঠের অভিযোগ। কেন বারবার টার্গেট বয়স্করা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/d8041f5021c1a27d0bf5c71da4dc4f501739783084213967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)