Yaas Cyclone Effect: ২৪ ঘণ্টা কাটলেও কাজ শুরু হয়নি ইয়াসে ক্ষতিগ্রস্ত নদীবাঁধের, আতঙ্কে পাখিরালয় গ্রামের বাসিন্দারা
গোসাবার রাঙাবিলা গ্রাম পঞ্চায়েতের পাখিরালয় গ্রামে নদীবাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। প্রায় ১৫ থেকে ২০টি গ্রাম প্লাবিত হয়ে গেছে। ২৪ ঘণ্টা কেটে গেলেও নদীবাঁধের মেরামতির কাজ শুরু হয়নি। আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।
অন্যদিকে, ঝড়ে লণ্ডভণ্ড নদিয়ার চাকদা ও শান্তিপুরের বিস্তীর্ণ এলাকা। টিনের চাল উড়ে যাওয়ায় বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাকদা পুরসভায় ৪, ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে। এছাড়াও গাছ উপড়ে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ার বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়েছে। সকালে গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। শান্তিপুরের দুটি গ্রামে ঝড়ে ভেঙে গিয়েছে একাধিক বাড়ি। আশ্রয়হীন বহু পরিবার। হতাহতের খবর অবশ্য মেলেনি এখনও।


















