Khidirpur News: 'দমকলের ভূমিকা নিয়ে কিছু মানুষ ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়াচ্ছে', মন্তব্য দমকলমন্ত্রীর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: খিদিরপুর অগ্নিকাণ্ড নিয়ে বিধানসভায় বিবৃতি দমকলমন্ত্রীর 'দমকলের ভূমিকা নিয়ে কিছু মানুষ ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়াচ্ছে' । রাত ২.০৫-এ দমকল হেড কোয়ার্টারে প্রথম ফোন আসে'। দমকল হেড কোয়ার্টারে থেকে ৩টি গাড়ি যায়' । পরে ঘটনাস্থলে দমকলের আরও ২০টি গাড়ি পৌঁছয়' । ফিরহাদ হাকিম রাত ৩টেয় ফোন করেন ও ঘটনাস্থলে যান' 'আমি সকাল ৬টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাই' । দমকলের দেরিতে আসা বা জল না থাকার কথা যাঁরা বলছেন, ঠিক বলছেন না' । ফায়ার ব্রিগেডের গাড়িতে জল ছিল, বিধানসভায় দাবি দমকলমন্ত্রীর
আরও খবর...
ছাব্বিশের আগে উত্তর ২৪ পরগনায় প্রকাশ্যে শাসক কোন্দল। 'পার্থ ভৌমিক এই জেলায় চাবি ঘোরানোর কে?' 'কেন পার্থ ভৌমিকের কথা মতো জেলার কাজ চলবে?' জেলা সভাপতির সামনে পার্থ ভৌমিককে সম্পর্কে ক্ষোভপ্রকাশ মমতা ঠাকুরের । দিল্লি যাওয়ায় বনগাঁ সাংগঠনিক জেলার প্রথম বৈঠকে থাকতে পারেননি মমতা ঠাকুর । জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসকে বৈঠক পিছনোর অনুরোধ মমতা ঠাকুর। পার্থ ভৌমিকের নির্দেশে ওই বৈঠক হয়ে গেছে, মমতা ঠাকুরকে জানান বিশ্বজিৎ দাস। ঘটনা ঘিরে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। 'এই নিয়ে জেলা সভাপতি কথা বলবেন' । বিতর্ক এড়িয়ে প্রতিক্রিয়া পার্থ ভৌমিকের।


















