Supreme Court: বিহারের SIR মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিতে গিয়ে তাৎপর্যপূর্ণ প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট
ABP Ananda LIVE: বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন মামলায়, অন্তর্বর্তী নির্দেশ দিতে গিয়ে তাৎপর্যপূর্ণ প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। বিচারপতিরা বলেন, এমন কি কোনও ব্যবস্থা থাকতে পারে না, যেখানে নাগরিকদের স্থানীয় রাজনৈতিক দলের পিছনে দৌড়াতে না হয়? বিচারপতি সূর্য কান্ত বলেন, আমরা চাই না যে মানুষ রাজনৈতিক কর্মীদের ওপর নির্ভরশীল হয়ে পড়ুক। কারণ, নাগরিকদের নিজস্ব অধিকার আছে। কিছু সাংবিধানিক অধিকার, কিছু আইনি অধিকার। তারপরই বিচারপতি প্রশ্ন করেন, এমন কি কোনও ব্যবস্থা থাকতে পারে না যেখানে নাগরিকদের স্থানীয় রাজনৈতিক দলের পিছনে দৌড়াতে না হয়? বিচারপতি জয়মাল্য় বাগচী বলেন, আরও বেশি করে প্রচার করা প্রয়োজন। তাহলে কেউ যদি নিরক্ষরও হন তাহলেও তিনি তার প্রতিবেশী বা পরিবারের মাধ্যমে সবটা জানতে পারবেন। স্বচ্ছতা ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে। আপনারা কেন বাদ যাওয়া ভোটারদের নাম কারণসহ ওয়েবসাইটে প্রকাশ করছেন না? তাহলে তারা উপযুক্ত পদক্ষেপ করতে পারবে।

















