Suvendu Adhikari: এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যাড়া ও গজা হিসেবে নেবেন: শুভেন্দু অধিকারী
ABP Ananda: 'প্রসাদ রাজনীতি' ঘিরে বাড়ছে উত্তাপ। দিঘার জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদের প্রসঙ্গ তুলে এদিন ফের নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। প্রসাদের প্যাকেট দেখিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। হিন্দু ভাবাবেগে আঘাতের জন্য প্যাকেট তৈরির নির্দেশ। এদিন শুভেন্দু বলেন, আজকের সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে, আবার তিনি পশ্চিমবাংলার হিন্দুদের, আস্থায় আঘাত করার জন্য, একটা প্যাকেট তৈরির নির্দেশ দিয়েছেন। এই প্যাকেটটা তৈরি হচ্ছে। এই প্যাকেটটার দাম হচ্ছে ২০ টাকা। একটা গজা একটা প্যারা। প্যাড়া বা গজা খাওয়ানোয় আমার আপত্তি নেই। ২০ টাকা বরাদ্দতেও আপত্তি নেই। কারণ ওনার তো কোষাগার শুন্য। ৭ লক্ষ কোটি টাকার ঋণ নিয়েছেন। আমার আপত্তিটা-একদিকে, শ্রী জগন্নাথ দেবের প্রসাদ বলে, ওনার হাসির মুখের ছবি-সহ যে ভাস্কর্যটা সরকারি টাকায় দীঘায় তৈরি হয়েছে..' বলতে হাতে তুলে নেন সার্কুলার। বলেন, 'যে সার্কুলারটা ডিএম-দের পাঠানো হয়েছে। ডিএম-রা এসডিও-বিডিও-দের পাঠিয়েছেন। তাঁরা আমাদের পাঠিয়েছেন।'

















