Suvendu Adhikari: 'কলকাতা-সংলগ্ন রাজারহাট, নিউটাউনের ডেমোগ্রাফি বদলে দিয়েছেন', কটাক্ষ শুভেন্দুর
ABP Ananda LIVE: 'কলকাতা-সংলগ্ন রাজারহাট, নিউটাউনের ডেমোগ্রাফি বদলে দিয়েছেন', কটাক্ষ শুভেন্দুর। তিনি আরও বলেন, 'উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকার ডেমোগ্রাফি বদলে দিয়েছে। অবিলম্বে বাংলায় বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চাই। সিইও অফিসের অর্ধেক কর্মী রাজ্য ও অর্ধেক কর্মী কেন্দ্রীয় সরকারের হোক, মন্তব্য শুভেন্দুর। বিরোধী দলনেতা আরও বলেন,'সিইও অফিসের অর্ধেক কর্মচারী কেন্দ্র থেকে ডেপুটেশনে আনা হোক'।
'আজ এ রাজ্য থেকে পুঁজি ভিন্ন রাজ্যে সরে যাচ্ছে', মন্তব্য শমীকের
বাংলাদেশের প্রসঙ্গ টেনে আক্রমণ শানান রাজ্য বিজেপির সভাপতি। শমীক বলেন, "একজন সাংবাদিক শ্যামল দত্ত..বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, এখনও পর্যন্ত তিনি জেলে আছেন। মুক্ত হতে পারেননি। যাঁরা এখানে গান কবিতার কথা বলছেন, বাংলা-বাঙালির কথা বলছেন, আমাদের প্রাণের কবি, আমাদের রোম্যান্সের কবি জীবনানন্দ দাশ...সেই জীবনানন্দ দাশের কবিতা বলতে বলতে একজন জেলে চলে গেলেন। 'আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে...'। বলছিলেন ইসকনের এক সন্ন্যাসী। তিনি এখন জেলে। যিনি তাঁকে খাবার-ওষুধ দিতে যেতেন, তিনিও এখন জেলে।" তাঁর সংযোজন, "সিটি অফ আলেকজান্দ্রিয়ার সবথেকে বড় লাইব্রেরি যে মৌলবাদীরা ধ্বংস করেছিল, যারা নালন্দা-তক্ষশীলা-বিক্রমশীলাকে ধ্বংস করেছে, বই জ্বালিয়েছে, আজ তারাই আবার একইভাবে ইন্দিরা গান্ধীর লাইব্রেরির ৭০ হাজার বই বাংলাদেশে জ্বালিয়ে দিয়েছে। সেই মানসিকতার মানুষ কিন্তু মুর্শিদাবাদে বাড়িতে ঢুকে হিন্দু ছেলে-মেয়েদের উপর আক্রমণ করে তাদের বইতে আগুন ধরাচ্ছে, আজ এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে বাঙালিকে। নাহলে পশ্চিমবঙ্গ পশ্চিম পাকিস্তান হয়ে যাবে।"

















