Rahul Gandhi: এবার ৪ জুন শেয়ারবাজারে ধস নিয়ে মোদিকে আক্রমণ রাহুলের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: শেয়ার বাজারের ভরাডুবি নিয়ে এবার নরেন্দ্র মোদি, অমিত শাহকে কাঠগড়ায় তুললেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী (Rahul Gandhi)। তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনের ফল কী হতে চলেছে, আগে থেকেই সেই তথ্য ছিল মোদি-শাহের কাছে। তা সত্ত্বেও দেশের ৫ কোটি খুচরো বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছেন তাঁরা। রাহুলের দাবি, মোদি-শাহ ইচ্ছাকৃত ভাবেই দেশবাসীকে বিভ্রান্ত করেন, যাতে কিছু লোকের মুনাফা হয়। (Share Market Manipulation Allegations) ।
শেয়ার বাজারে কারচুপির অভিযোগে ইতিমধ্যেই শিল্পপতি গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে তদন্ত করছে বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI. সেই আদানির চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্টক কিনতে উৎসাহিত করা হল কেন, এর মধ্যে কী সংযোগ রয়েছে, তা খুঁজে বের করতে হবে বলে দাবি জানিয়েছেন রাহুল। তাঁর অভিযোগ, যে সংস্থার বুথফেরত সমীক্ষা গোটা দেশে ছড়ায়, তাদের একটি টিমই বিজেপি-র প্রকৃত আসন সংখ্যা কত হতে পারে, তা আগেই দলকে জানিয়েছিল। তাই মোদি-শাহের পাশাপাশি, ওই বুথফেরত সমীক্ষা চালানো সংস্থার ভূমিকাও খতিয়ে দেখার দাবি তুলেছেন রাহুল।