(Source: ECI/ABP News/ABP Majha)
Jobseekers: নিয়োগের দাবিতে দিল্লি যাচ্ছেন দঃ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীরা
বঞ্চনার অভিযোগে তৃণমূলের (TMC) 'দিল্লি চলো', পাল্টা রাজধানীতে চাকরিপ্রার্থীরা
নিয়োগের দাবিতে দিল্লি যাচ্ছেন দঃ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীরা
চাকরির দাবিতে কেন্দ্রের দ্বারস্থ হচ্ছেন প্রাথমিকের চাকরিপ্রার্থীরা
প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে তাঁদের দাবি জানাতে চান চাকরিপ্রার্থীরাকেন্দ্রের বঞ্চনার অভিযোগে যখন কাল-পরশু দিল্লিতে ধর্নায় বসার উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। তখন রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগে এবার কেন্দ্রের দ্বারস্থ হচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। এদিন সকাল ৮টায় হাওড়া স্টেশন থেকে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তাঁরা। দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীদের অভিযোগ, এর আগে চাকরির দাবিতে বারবার রাজ্য সরকারের কাছে দরবার করেও সুরাহা মেলেনি। কালীঘাট, নবান্ন, বিকাশ ভবন বা ডায়মন্ড হারবারে বিক্ষোভ দেখাতে গিয়ে কয়েকজন গ্রেফতারও হয়েছেন। এবার প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে চাকরির দাবি পৌঁছে দিতেই এই দিল্লি অভিযান দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীদের।