Mamata Banerjee: 'বাংলায় বিনিয়োগ করলে জমির কোনও সমস্যা হবে না',বাংলায় বিনিয়োগের আবেদন মুখ্যমন্ত্রীর
ABP Ananda LIVE: লন্ডনে গিয়ে বাংলায় বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রীর । কলকাতার সঙ্গে সরাসরি লন্ডন বিমান পরিষেবা চালুর আবেদন মুখ্যমন্ত্রীর । দেউচা-পাচামির প্রসঙ্গ টেনে ব্রিটেন থেকে লগ্নির আহ্বান । আমাদের সময় কোনও কর্মদিবস নষ্ট হয়না, আগের জমানায় হত' । আগে বিদ্যুতের সমস্যা ছিল, কিন্তু এখন আর এসব নেই' । দেউচা-পাচামি হলে আগামী ১০০ বছর বিদ্যুতের সমস্যা হবে না'। 'কলকাতা নিরাপদ শহর, তাই এখানে থাকতে সবাই খুব ভালবাসে' । 'বাংলায় বিনিয়োগ করলে জমির কোনও সমস্যা হবে না' । ব্রিটিশ শিল্পপতিদের কাছে বাংলায় বিনিয়োগের আবেদন মুখ্যমন্ত্রীর । বাংলায় সবার ধর্ম প্রকাশের স্বাধীনতা আছে, লন্ডনে গিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর ।
সম্প্রতি নেতাজি ইন্ডোরের এক অনুষ্ঠানে এনিয়ে প্রসঙ্গ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই দেশের বিভিন্ন জায়গা থেকে ডুপ্লিকেট এপিক নাম্বার ইস্যু প্রকাশ্য়ে এসেছে। সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করা হচ্ছিল। জাতীয় কমিশন এটা গ্রহণ করে নিয়েছিল, যে এমন ডুপ্লিকেট নাম্বার হয়েছে।কিন্তু ডুপ্লিকেট নাম্বার থাকার মানেই এই নয়, সেটা ভুয়ো ভোটার। সেটা প্রকৃতই একজন ভোটার, এটা নির্বাচন কমিশন বলেছিল। ক্রমশই চাপ বাড়ছিল , নির্বাচন কমিশনের উপর।
মূলত মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, একই এপিক নম্বরে বাংলার ভোটারের যেখানে নাম আছে, সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার, সব নাম ঢুকিয়েছে। রাজ্য়সভার সাংসদ বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, বিজেপিও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে।'তেনাদে'র নিয়ে তরজা আরও তুঙ্গে। নেতাজি ইন্ডোরের মেগা সাংগঠনিক বৈঠক থেকে ফের একবার বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্য় থেকে ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগ জোরালভাবে তুলেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

















