Top Story: বিজেপির সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে জাতীয় মানবাধিকার কমিশন, অভিযোগ মমতার
ভোটাভুটিতে বিধান পরিষদ (Legislative Council) গঠনের প্রস্তাব পাস। পক্ষে ১৯৬ জনের ভোট। বিপক্ষে ভোট ৬৯জনের। ঘুরপথে ক্ষমতা পাইয়ে দেওয়ার চেষ্টা, অভিযোগ বিজেপির (BJP)। সর্বস্তরে প্রতিনিধিত্বের যুক্তি সরকারের।
শুভেন্দুর নন্দীগ্রাম-মন্তব্য নিয়ে তোলপাড় বিধানসভা (West bengal Assembly)। তীব্র প্রতিবাদ তৃণমূলের। কার্যবিবরণী থেকে বাদ দিলেন অধ্যক্ষ। বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগে বিজেপির ওয়াকআউট।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বৃহত্তর বেঞ্চের কাছে ভোট পরবর্তী অশান্তি মামলায় নির্দেশের পুনর্বিবেচনা চাইল রাজ্য। বেঞ্চের নির্দেশ একতরফা, রাজ্যের বক্তব্য শোনা হয়নি, আবেদনে উল্লেখ।
বিজেপির সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। বিধানসভায় জবাবি ভাষণে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। কমিশন মদত না দিলে বিজেপি ৩০টি আসনও পেত না বলে আক্রমণ।
জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) সঙ্গে সহযোগিতা করেছে রাজ্য। গোপন করা হয়নি কোনও কিছুই। আবেদনে জানাল রাজ্য। চলতি সপ্তাহেই এ নিয়ে শুনানির সম্ভাবনা