Tripura News : অনুপ্রবেশকারী সন্দেহে কয়েকজনকে ধরে ফেলেন গ্রামবাসীরা ! উত্তপ্ত ত্রিপুরার খোয়াই
ABP Ananda LIVE : অনুপ্রবেশ ঘিরে ফের উত্তপ্ত ত্রিপুরার খোয়াই । অনুপ্রবেশকারী সন্দেহে কয়েকজনকে ধরে ফেলেন গ্রামবাসীরা । অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ । পাকড়াও হওয়া ১৩ জনের মধ্যে ৬ জন বাংলাদেশের নাগরিক । ১ জন শিলচর ও ২ জন ত্রিপুরার বাসিন্দা, খবর পুলিশ সূত্রে । দালাল হিসেবে তাঁরাই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকিয়েছেন, খবর সূত্রের ।
'BLO তৃণমূলের দলের হয়ে মিছিলে যান, ফেসবুকে লাইভ করেন' !
১৬৬ নম্বর BLO ষষ্ঠী কোড়া বর্ধমান পুরসভার কর্মী। '১৬৬ নম্বর বুথের BLO ষষ্ঠী কোড়া তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ ও সক্রিয় তৃণমূল কর্মী। বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ BLO ষষ্ঠী কোড়া। BLO তৃণমূলের দলের হয়ে মিছিলে যান, ফেসবুকে লাইভ করেন', BLO-কে সরানোর দাবিতে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপির । সব BLO-ই কোনও না কোনও রাজনৈতিক দলের সমর্থক, দাবি তৃণমূল বিধায়কের। কমিশন কাজ দিয়েছে, নির্দেশ মেনেই কাজ করবেন, দাবি BLO-র।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম


















