Uttarakhand News: পর্যটক সমেত নদীতে উল্টে গেল বাস, রুদ্রপ্রয়াগে ভয়ঙ্কর দুর্ঘটনা | Bus Accident
ABP Ananda LIVE: উত্তরাখণ্ডে নদীতে উল্টে গেল পর্যটক ভর্তি বাস। বাসে মোট ১৮ জন সওয়ার ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় দু'জন মারা গিয়েছেন। আহত হলেও, উদ্ধার করা গিয়েছে সাত জনকে। কিন্তু ন'জন এখনও নিখোঁজ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। উদ্ধারকার্যে নেমে পড়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন স্থানীয়রাও। মানববন্ধন করে দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছেন তাঁরা। মানববন্ধন করে পাহাড়ের ঢাল পেয়ে আহতদের রাস্তায় উঠতেও সাহায্য় করা হয়। (Uttarakhand Bus Accident)
ফের প্রকৃতির রোষ আছড়ে পড়ল হিমাচলপ্রদেশে। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় নেমে এল সেখানে। হড়পা বানে কমপক্ষে ২০ জন ভেসে গিয়েছেন বলে আশঙ্কা। এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর মিলেছে। ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তা ভয় ধরায় মনে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। (Himachal Pradesh Floods)
বুধবার মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় নেমে আসে হিমাচলপ্রদেশে। বিশেষ করে কুলুতে হড়পা বানের প্রকোপ দেখা দেয়। পাহাড়ি এলাকায় জলের তোড়ে ভেঙে পড়ে বেসরকারি তাপবিদ্যুৎ প্রকল্পের অস্থায়ী ছাউনি। রাস্তা ধসে গেলে তাদের একটি গাড়িও মাটিতে ঢুকে যায় অর্ধেক। বেশ কিছু জায়গায় নদীর জল সেতু ছুঁয়ে ফেলেছে। (Cloudbursts in Himachal)


















