Kashmir News: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে মিছিল বিশ্ব হিন্দু পরিষদের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে শিয়ালদায় প্রতিবাদ মিছিল বিশ্ব হিন্দু পরিষদের। হাওড়ায় মিছিলের প্রস্তুতি ভিএইচপি-র।
আরও খবর..
অমরনাথ যাত্রার আগে জঙ্গি হামলা। পর্যটকদদের বেছে বেছে হত্যা করেছে জঙ্গিরা। ভূস্বর্গে বেড়াতে এসে আনন্দ বদলে গিয়েছে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর তীব্র আতঙ্কে। ফ্রেমে বাঁধানো ছবির মতো সুন্দর পহেলগাঁও। জম্মু-কাশ্মীরের সেই পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবার ঘটেছে ভয়াবহ জঙ্গিহানা। বেছে বেছে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে হিন্দুদের। যা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই ঘটনার প্রতিবাদে সুর চড়ালেন আরএসএস প্রধান। মোহন ভাগবত বলেন, "ধর্ম জেনে নিয়ে মানুষ খুন করা হয়েছে। হিন্দুরা কখনোই এটা করবে না। এটা আমাদের স্বভাব নয়। ঘৃণা এবং শত্রুতা যেমন আমাদের সংস্কৃতিতে নেই, তেমনই নীরবে ক্ষতি হজম করাও আমাদের সংস্কৃতিতে নেই।"
তিনি আরও বলেন, "এটা আমাদের হৃদয়ের যন্ত্রণা। আমরা ক্ষুব্ধ। কিন্তু, অশুভ শক্তির বিনাশ ঘটাতে, শক্তি প্রদর্শন করতে হবে।" এরপরই পুরাণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "রাবণ তাঁর মানসিকতা বদলাতে চাননি। তাই আর কোনও পথ খোলা ছিল না। রাম তাঁকে হত্যা করেছিলেন, কিন্তু তার আগে তাঁকে শোধরানোর সুযোগও দিয়েছিলেন। আমরা জোরাল জবাব আশা করছি। সত্যিকারের অহিংস মানুষকে ক্ষমতাশালীও হতে হবে। যদি শক্তি না থাকে, তাহলে কোনও পথও থাকবে না। আর শক্তি থাকলে, প্রয়োজনে তা দেখানোও দরকার।"


















