Amit Shah: '৫০০ কোটি মূল্যের জমিতে ফাইভ ষ্টার হোটেল করেছে', ওয়াকফ সংশোধনী বিল ঘিরে বিস্ফোরক অমিত শাহ
ABP Ananda LIVE : লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ । ওয়াকফ সংশোধনী বিল ঘিরে সরগরম সংসদ । ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ পেশের সময় বিরোধীদের স্লোগান । অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে বিক্ষোভ কংগ্রেস সাংসদের । কালো পোশাক পরে বিল নিয়ে আপত্তি জানালেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। '২০০১ থেকে ২০১২ সালের ভেতর ২ লক্ষ কোটি থাকার ওয়াকফের সম্পত্তি নিজস্ব সংস্থানকে হস্তান্তর করে দেওয়া হয়েছে ১০০ বছরের লিজে। ৫০০ কোটি মূল্যের জমিতে ফাইভ ষ্টার হোটেল তৈরি করেছে প্রতি মাসে ১২ হাজার টাকা ভাড়ার বিনিময়ে'। কংগ্রেসকে আক্রমণে অমিত শাহ।
Waqf Amendment Bill: ওয়াকফ বিল নিয়ে চর্চায় সংসদভবনকেও জুড়ে নিলেন মন্ত্রী, বিল পাস করা সহজ হবে কি বিজেপি-র? সংখ্য়ায় কে কোথায় জানুন…
বিতর্কের মধ্যেই সংসদে ওয়াকফ সংশোধনী বিল পেশ হল। বুধবার কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেণ রিজিজু লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেন। সেখানে পূর্বতন UPA সরকারের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ তোলেন রিজিজু। ২০১৪ সালের আগে কংগ্রেস নেতৃত্বাধীন UPA সরকার যেভাবে একের পর এক সম্পত্তি ওয়াকফকে ছেড়ে দিচ্ছিল, তাতে কিছুই রক্ষা পেত না বলে দাবি করেছেন তিনি। রিজিজুর দাবি, "UPA সরকার টিকে থাকলে, নরেন্দ্র মোদিজির সরকার না হলে, দেশের সংসদভবনও ওয়াকফ সম্পত্তি হয়ে যেত।"

















