Mamata Banerjee: মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরোধী জোটের মুখ করার দাবি কি মেনে নেবে অন্য়ান্য় দল? ABP Ananda Live
I.N.D.I.A Jote: 'INDIA'-র বৈঠকের ঠিক আগের দিনই, মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে (Mamata Banerjee) এই বিরোধী জোটের মুখ করার দাবি তুলল তৃণমূল (TMC)। যা শুনে অনেকেই প্রশ্ন তুলছেন, তৃণমূলের এই দাবি কি বিরোধী জোটের অন্য়ান্য় দল নীরবে মেনে নেবে? কারণ, এই জোটে নীতীশ কুমারের মতো প্রবীণ নেতা রয়েছেন। যিনি প্রায় ১৭ বছর ধরে বিহারের মুখ্য়মন্ত্রী পদে। পাশাপাশি রেল, পরিবহণ, কৃষির মতো কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্বও সামলেছেন। এর আগে জেডিইউ নেতারাও একইভাবে বিভিন্ন সময় নীতীশ কুমারের নাম ভাসিয়ে দিয়েছেন। অগাস্ট মাসে মুম্বইতে ইন্ডিয়া জোটের বৈঠকের আগে, নীতীশের দলের নেতা এবং তাঁর মন্ত্রিসভার সদস্য় জামা খান বলেছিলেন, দেশের মানুষ নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। নীতীশের পাশাপাশি 'INDIA' জোটে অরবিন্দ কেজরিওয়ালের মতো নেতাও রয়েছেন, যাঁর দল আম আদমি পার্টি, বর্তমানে একার জোরে দিল্লি এবং পাঞ্জাবে ক্ষমতায় রয়েছে। দেশের সবথেকে বেশি লোকসভা আসন যে রাজ্য়ে, সেই ৮০ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী অখিলেশ যাদবও এই 'ইন্ডিয়া' জোটের শরিক। কথায় বলে, দিল্লির রাস্তা যায় উত্তরপ্রদেশ হয়ে। ফলে সেখানে সমাজবাদী পার্টি ভাল ফল করলে, অখিলেশ যাদব যে প্রধানমন্ত্রী পদের বড় দাবিদার হয়ে উঠবেন, সেটা বলার অপেক্ষা রাখে না। ABP Ananda Live
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Dumdum News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/f6897ca2ea9377358e82fd8de3c3dde21739802745293535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: অভিজাত পরিবারে দুষ্কৃতী হানা, অস্ত্র দেখিয়ে লুঠ, ৫ দিন পরেও অধরা দুষ্কৃতীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/e801d50724d3a354c8d9f583db1498d81739801513704535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)