5G Network: বিমানবন্দরের কাছেই ফাইভ জি নেটওয়ার্ক টাওয়ার! ভারত-সহ একাধিক দেশ বাতিল আমেরিকাগামী উড়ান | Bangla News
ফাইভ জি নেটওয়ার্ক (5G Network) চালু হলে মার্কিন বিমান চলাচল ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা। ইতিমধ্যেই ভারত-সহ একাধিক দেশ আমেরিকাগামী উড়ান বাতিল করেছে। বুধবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে সি-ব্যান্ড ফাইভ জি পরিষেবা চালু হওয়ার কথা ছিল। তার আগেই বিমানবন্দরের কাছে ফাইভ জি টাওয়ার বসানোয় বিমান ওঠানামার ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে মার্কিন উড়ান সংস্থাগুলি আশঙ্কা প্রকাশ করে। সান ফ্রান্সিসকো, বস্টন, শিকাগো, ডালাস, মিয়ামি, সিয়াটল-সহ একাধিক শহরে উড়ান বাতিল করেছে বিভিন্ন দেশের এয়ারলাইন্স সংস্থা। এ পর্যন্ত আমেরিকাগামী ১৪টি উড়ান বাতিল করেছে ভারত। তবে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা জানিয়েছে, আপাতত চালু হচ্ছে না ফাইভ জি নেটওয়ার্ক।
![Modi-Trump Meeting: ওয়াশিংটনে মোদি-ট্রাম্প বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ, কী বললেন ট্রাম্প ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/95d1e5ccf38fbbe22879d0a3e582af5e1739586908856535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)