K2-18 b Atmosphere: সৌরজগতের বাইরে প্রাণের অস্তিত্ব রয়েছে? বড় প্রমাণ পেলেন বিজ্ঞানীরা, মহাকাশ গবেষণায় যুগান্তকারী আবিষ্কার
James Webb Space Telescope: K2-18 b সৌরজগতের বাইরে অবস্থিত বলে সেটিকে Exoplanet বলা হয়।

নয়াদিল্লি: পৃথিবীর বাইরে প্রাণের সন্ধান করতে গিয়ে যুগান্তকারী অবিষ্কার। সৌরজগতের বাইরের একটি গ্রহে সম্ভব প্রাণের অস্তিত্ব রয়েছে বলে জানতে পারলেন বিজ্ঞানীরা। সৌগরজগতের বাইরে K2-18 নামের একটি লাল রংয়ের বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করে চলেছে K2-18 b নামের Exoplanet-টি। আর তাতেই প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা, কারণ তার সপক্ষে প্রমাণ হাতে উঠে এসেছে তাঁদের। (K2-18 b Atmosphere)
K2-18 b সৌরজগতের বাইরে অবস্থিত বলে সেটিকে Exoplanet বলা হয়। পৃথিবী থেকে K2-18 b-র দূরত্ব প্রায় ৭০০ ট্রিলিয়ন মাইল। পৃথিবীর তুলনায় ব্যাসার্ধ ২.৬ গুণ বেশি। বামন নক্ষত্রটিকে মাত্র ৩৩ দিনে প্রদক্ষিণ করে। অর্থাৎ পৃথিবীর সমপরিমাণ আলো পায় নক্ষত্রটি থেকে। Kepler Space Telescope প্রথম K2-18 b-র সন্ধান পায়। তবে লাগাতার সেটিকে নিয়ে গবেষণা চালিয়ে আসছে James Webb Space Telescope. আর সেই গবেষণাতেই যুগান্তকারী ফল মিলেছে। (James Webb Space Telescope)
James Webb Space Telescope-এর সাহায্যে লাগাতার K2-18 b-র বায়ুমণ্ডলের নিয়ে গবেষণা চালিয়ে আসছেন বিজ্ঞানীরা। আর তাতেই সেখানে প্রাণের অস্তিত্ব থাকার বড় প্রমাণ মিলেছে বলে দাবি করা হচ্ছে। K2-18 b-র বায়ুমণ্ডলে Dimethyl Sulfide (DMS) এবং Dimethyl Disulfide (DMDS) গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে। ওই দুই গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলেও রয়েছে, যা জৈবিক প্রক্রিয়া থেকেই সৃষ্টি হয়।
পৃথিবীতে DMS এবং DMDS, দু’টি গ্যাসের সৃষ্টিই অণুজীব থেকে, মূলত সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটন- শৈবাল থেকে। K2-18 b-র বায়ুমণ্ডলে DMS এবং DMDS-এর সন্ধান মেলায় তাই সেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে মত কেমব্রিজের বিজ্ঞানীদের। এর আগেও, K2-18 b Exoplanet-টিতে প্রাণের অস্তিত্বের থাকার সপক্ষে প্রমাণ মিলেছিল।
কেমব্রিজের ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমির বিজ্ঞানী, অধ্যাপক নিক্কু মধুসূদন বলেন, "ওখানে প্রাণের অস্তিত্ব থাকার সপক্ষে সবচেয়ে মজবুত প্রমাণ মিলল। আমি একদম বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি, আগামী এক-দু'বছরের মধ্য়ে নিশ্চিত করা যাবে বিষয়টি।" James Webb Space Telescope এতটাই শক্তিশালী যে, K2-18 b Exoplanet-এর বায়ুমণ্ডলের উপাদান বিশ্লেষণ করতে সক্ষম সেটি।
কেমব্রিজের বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাণের অস্তিত্বের সঙ্গে সংযোগ রয়েছে এমন অন্তত রাসায়নিক অণুর সন্ধান মিলেছে। DMS এবং DMDS, দু'টি গ্যাসই পৃথিবীতে উৎপন্ন হয় ফাইটোপ্ল্যাঙ্কটন এবং ব্যাকটিরিয়া থেকে। শুধু তাই নয়, K2-18 b-র বায়ুমণ্ডলে যে পরিমাণ ওই গ্যাস রয়েছে, তা পৃথিবীর চেয়ে হাজার হাজার গুণ বেশি বলে মত মধুসূদনের। তাই ওই Exoplanet-এ প্রাণের অস্তিত্ব থাকতেই পারে বলে মনে করছেন তিনি। আর K2-18 b Exoplanet-এ প্রাণের অস্তিত্ব থাকলে, মহাশূন্যের অন্যত্রও প্রাণের অস্তিত্ব থাকা অসম্ভব নয় বলেও মত তাঁর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
