(Source: ECI/ABP News/ABP Majha)
Moon Research: চাঁদের মাটি থেকেই মিলতে পারে অক্সিজেন, জ্বালানি! দাবি চিনা গবেষকদের।Bangla News
চাঁদের মাটি থেকে মিলতে পারে অক্সিজেন ও জ্বালানি। এই মাটিতে এমন কিছু যৌগ আছে যা কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেন ও জ্বালানিতে রূপান্তরিত করতে সক্ষম। চিনের নানজিং বিশ্ববিদ্যালয়ের দুই বিজ্ঞানীর গবেষণালব্ধ তথ্য দাবি করছে এমনটাই। জুল নামের এক জার্নালে প্রকাশিত হয়েছে সেই গবেষণা। চিনের মহাকাশযান চাঙ্গে ফাইভ চাঁদ থেকে যে মাটি নিয়ে এসেছে, তা পরীক্ষা-নিরীক্ষার পর এই তথ্য মিলেছে বলে দাবি। তাছাড়া বিজ্ঞানীদের দাবি, চাঁদের মাটিতে দেখা গিয়েছে প্রচুর পরিমাণ লৌহ ও টাইটানিয়াম। চাঁদের মাটি থেকে ভবিষ্যতে অক্সিজেন ও জ্বালানি মিললে, অনেক কম ওজনের মহাকাশযান চাঁদে পাঠানো সম্ভব হবে। কারণ পৃথিবীর মাটি থেকে বয়ে নিয়ে যাওয়া অক্সিজেনের পরিমাণ এর ফলে কমানো যাবে। একইসঙ্গে মহাকাশযান তুলনায় হালকা হওয়ায়, এর ফলে কমবে চাঁদে অভিযানের খরচও। যদিও এর আগেই চাঁদে প্রচুর পরিমাণে জলীয় বরফের অস্তিত্বেরও প্রমাণ মিলেছিল।