এক্সপ্লোর
Kali Puja 2023: ২৬৪ বছরে পা টালিগঞ্জের করুণাময়ী কালীপুজোর! ABP Ananda Live
টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দির (tollygunge karunamoyee kali mandir)। এবার ২৬৪ বছরে পা দিল এখানকার পুজো। এই পুজোর বিশেষত্ব হল, কালীপুজোর (Kali Puja 2023) দিন কুমারী পুজো হয়। ২০০৯ সাল থেকে শুরু হয়েছে এই কুমারী পুজো। সকালে মঙ্গলারতি দিয়ে পুজো শুরু। বিকেলে মাকে রাজবেশে সাজানো হবে। রাতে ভোগ নিবেদন। কালীপুজো উপলক্ষ্যে আজ সারাদিন খোলা থাকবে করুণাময়ী কালীমন্দির।
আরও দেখুন






















