Sunita Williams Homecoming: ৯ মাস পর পৃথিবীর আলো দেখলেন সুনীতারা, কী বলছেন জীতেন্দ্র সিংহ
ABP Ananda Live: মহাকাশ থেকে মর্ত্যভূমে। যাবতীয় শঙ্কা কাটিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোররা। হাসিমুখে হাত নাড়ার ছবি দেখে স্বস্তিতে বিশ্ব। দড়ি দিয়ে বেঁধে জাহাজে ড্রাগন ক্যাপসুল তুলে খোলা হল হ্যাচ। বিশেষ চেয়ারে বার করা হল ৪ নভশ্চরকে। ৯ মাস পর পৃথিবীর আলো দেখলেন সুনীতারা।
বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার
পদ্মে ফের কোন্দল কাঁটা? এবার বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়ল ঢাকুরিয়ায় খাস পার্টি অফিসের আশপাশে! দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দের নামে দেওয়া পোস্টারে টাকা ও উৎকোচের বিনিময়ে দলে পদ বিলির মতো মারাত্মক অভিযোগ আনা হয়েছে। পোস্টারের নেপথ্যে তৃণমূলের ইন্ধন দেখছেন বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি। পুরোপুরি দলীয় কোন্দল। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।






















