IND vs ENG Match: ওয়ান ডে বিশ্বকাপের পর এবার টি-২০ বিশ্বকাপেরও ফাইনালে টিম ইন্ডিয়া | ABP Ananda LIVE
T20 World Cup Semi Finale: ওয়ান ডে বিশ্বকাপের পর এবার টি-২০ বিশ্বকাপেরও(T20 World Cup) ফাইনালে টিম ইন্ডিয়া(India)। সেমিফাইনালে ইংল্যান্ডকে(England) দুরমুশ করে বছর দুই আগের বদলা নিলেন রোহিত শর্মারা। ৬৮ রানে জয়ী ভারত। এই নিয়ে তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ এর ফাইনালে পৌঁছল মেন ইন ব্লু ব্রিগেড। ২০০৭ সালের পর আরও একবার টি ২০- তে বিশ্বসেরা হওয়ার হাতছানি। ইতিমধ্যেই স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন দেশের আপামোর ক্রিকেটপ্রেমীরা। শনিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত। এই প্রথমবার দুটো অপরাজিত দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।
'হকার উচ্ছেদ লক্ষ্য নয়'। 'হকারির জায়গায় গোডাউন তৈরি করে ফেলছে'। 'হকার ইউনিয়নগুলোর দেখা উচিত'। 'এক একজন হকার চারটি করে ডালা বসাচ্ছে'। 'একজন হকার একটিই জায়গা পাবেন'। 'পুলিশ, হকার নেতারা গরিব হকারদের কাছে থেকে চাঁদা তুলবেন না'। 'গড়িয়াহাটে তো হাঁটারই জায়গা নেই' ।'বহিরাগতদের জায়গা দেওয়া যাবে না'। 'বলছি না হকারদের সরিয়ে দেওয়া হোক, একটা নির্দিষ্ট জোন করা হোক'। 'বেআইনি কিছু হলে পুলিশ, ডিএম যেই হোক, ছাড়া হবে না'। 'হকার জোনের পাশে কোনও বিল্ডিংয়ে অগ্নি নির্বাপণের ব্যবস্থা রাখা হোক'। 'নেতা-পুলিশ লোভ সংবরন করুন'।'প্রথমে বসাবেন, তারপর বুলডোজার দিয়ে তুলবেন, হবে না'। 'যে নেতার জায়গায় এটা হবে, সে গ্রেফতার হবে'। 'রাজারহাটে হকারদের জন্য সার্ভে করে আলাদা জায়গা দেখা হোক'। 'কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই'। 'নগরোন্নয়ন সচিব, পুর সচিব জেলায় জেলায় ঘুরে হকার জোন ঠিক করবেন'। 'বিপজ্জনক বাড়ি সংস্কার না হলে, অধিগ্রহণ করে নিতে হবে'। 'আদালতকে বোঝাতে হবে, মানুষের প্রাণ সবার আগে''বিপজ্জনক বাড়ি কেনার জন্য একটা তহবিল গড়ার কথা ভাবা হবে', বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।