Southampton Test: সাউদাম্পটন টেস্ট থেকে আরও কিছু চমকপ্রদ তথ্য, ক্রিকেট বিশেষজ্ঞ মণীশ তিওয়ারির এক্সক্লুসিভ সাক্ষাত্কার
ইংল্যান্ড সফরে সাউদাম্পটনে (Southampton) প্রথম পা রেখেছিলেন মহাত্মা গাঁধী (Mahatma Gandhi)। ভারতীয় ঠাসা শহরের খাদ্য তালিকায় নজরকাড়া উপস্থিতি শিঙাড়ার। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট জয়ের সুবর্ণ জয়ন্তীতে কি আরও একটা ইতিহাসের সাক্ষী হবে টাইটানিকের শহর? ক্রিকেট বিশেষজ্ঞ মণীশ তিওয়ারির সঙ্গে কথা বলেছে আমাদের প্রতিনিধি সৌমিক সাহা। বৃষ্টি ভেজা সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফলাফল যাই হোক না কেন, ক্রিকেট কি জিতল? দর্শক কি স্টেডিয়ামে ফিরলেন করোনার পরে? কী পাওয়া গেল এই টেস্ট ক্রিকেট থেকে? ইংল্যান্ডের (England) মাটিতে দাঁড়িয়েই বিস্তারিত জানাচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞ মণীশ তিওয়ারি। তিনি জানান, মাঠে ভারতের সমর্থকদের উচ্ছ্বাস আলাদাই মাত্রা তৈরি করে। মহাত্মা গাঁধী যখন প্রথমে এসেছিলেন, সাউদাম্পটনেই প্রথম পা রেখেছিলেন। ভারতীয়দের সংখ্যা এখানে যথেষ্ট বেশি। এরপরই ইংল্যান্ড-ভারতের টেস্ট সিরিজ, ভারত এখন ফর্মেই আছে।