T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ জয়ের পরে ভারতীয় দলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। ABP Ananda Live
২০১১-এর পর ফের বিশ্বজয়। ৭ রানে দ. আফ্রিকাকে হারিয়ে টি২০ বিশ্বকাপ জয় রোহিতদের। ব্যাটে বিরাট, বুমরাহ, হার্দিক, অর্শদীপের আগুনে বোলিং। জয়ের পরেই টি-২০ থেকে বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসর। ১৩ বছরের শাপমুক্তি! ২০১১-এর পর ফের বিশ্বজয়ী টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে উড়িয়ে টি২০ বিশ্বকাপ জয় রোহিতের ভারতের। গুরু দ্রবিড়কে গুরুদক্ষিণা রোহিত ব্রিগেডের। আর, বিশ্বজয়ের এই রূপকথায় শেষ মুহূর্তে নায়ক হয়ে গেলেন বিরাট কোহলি। জয়ের ভিত গড়েই অবসর নিলেন টি২০ আন্তর্জাতিক থেকে।
এদিন টসে জিতে ব্যাটিং নেয় ভারত। কিন্তু শুরুতেই ক্যাপ্টেনকে কে হারায় তারা। কিন্তু, ইনিংসের হাল ধরলেন কিং কোহলি। তাঁর স্থিতধী ৭৬-এর জোরেই ঘুরে দাঁড়ালো ভারতের ইনিংস। সঙ্গে অক্সরের ঝোড়ো ৪৭ ও শিবম দুবের ২৭ রানের ক্যামিওর জোরেই শেষ পর্যন্ত ১৭৬ এ পৌঁছয় ভারতের ইনিংস
ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।