এক্সপ্লোর
বিশেষ এই পুরানো ট্রেনেই আচমকা চিন সফরে এলেন উত্তর কোরিয়ার শাসক কিম জঙ উন
1/5

কিম জঙ চারদিনের সফরে চিন এসেছেন। স্ত্রী রি সোল জু-কে সঙ্গে নিয়ে তিনি এসেছেন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। তিনি চিনের প্রেসিডেন্টকে উত্তর কোরিয়া সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন।
2/5

কিম জঙ উনের বাবা কিম জঙ ইলের সফরের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য ছিল। ২০০৩-এ চিন পৌঁছনোর কয়েকদিন পর তাঁর সফর সম্পর্কে জানানো হয়েছিল। এভাবেই ২০০৯-এ যখন তিনি রাশিয়া গিয়েছিলেন, তখন ছবি তোলার ওপরও নিষেধাজ্ঞা জারি হয়েছিল।
Published at : 29 Mar 2018 05:00 PM (IST)
View More





















