এক্সপ্লোর
আমেরিকায় মাঝ-আকাশে বিমান দুর্ঘটনায় নিহত ভারতীয় মহিলা শিক্ষানবিশ পাইলট
1/5

সফল ভবিষ্যদ্বাণীর সেরা উপায় হল সেই ভবিষ্যৎ তৈরি করা। এমনটাই নিজের ফেসবুক পেজে লিখেছিলেন নিশা। ছবি সৌজন্য-নিশার ফেসবুক পেজ
2/5

পিটিআই জানিয়েছে, দুর্ঘটনা যখন ঘটে সেই সময় ড্যানিয়েল মিরালেস নামে এক প্রত্যক্ষদর্শী বিমানবন্দর লাগোয়া একটি খালে মাছ ধরছিলেন। তিনি জানান, মাথা তুলে দেখেন, দুটি বিমান মাঝ-আকাশে সংঘর্ষ হয়। দ্রুত, ধ্বংসাবশেষ পড়ার ছবি ক্যামেরাবন্দি করেন তিনি। ছবি সৌজন্য-নিশার ফেসবুক পেজ
Published at : 20 Jul 2018 04:14 PM (IST)
View More





















