খুব বেশিদিন জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে না, পরিস্থিতি উন্নতি হলে ফিরবে রাজ্যের মর্যাদা : মোদি
LIVE
Background
নয়াদিল্লি: আজ রাত ৮ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) এ কথা জানিয়েছে।
তাঁর ভাষণে প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ ও রাজ্যকে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে বিভক্তকরণ সংক্রান্ত সরকারের সিদ্ধান্ত নিয়ে ব্যাখ্যা দিতে পারেন বলে সূত্রের খবর।
গত ২৭ মার্চ লোকসভার ভোট চলাকালে শেষবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ওই ভাষণে তিনি ঘোষণা করেছিলেন যে, একটি সক্রিয় উপগ্রহ ধ্বংস করে ভারত উপগ্রহ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সক্ষমতা প্রদর্শন করেছে।
গত মঙ্গলবার সংসদে সংবিধানের ৩৭০ ধারার আওতায় জম্মু ও কাশ্মীরকে প্রদত্ত বিশেষ মর্যাদা রদ সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়েছে। রাজ্যকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ-এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্তকরণ সংক্রান্ত বিলও ওই দিন সংসদে পাস হয়।
কেন্দ্র সরকারের এই বড়সড় সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে প্রথামাফিক ভাষণের কয়েকদিন আগে প্রধানমন্ত্রী আজকের ভাষণে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।