Government Jobs: ২২ সেপ্টেম্বরের মধ্যে আরও ১২ হাজার নিয়োগ, ঘোষণা অসম সরকারের
Assam Government: অসম সরকার জানিয়েছে, মে মাসে ইতিমধ্যেই ৩০ হাজার জনকে নিয়োগ করা হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে আরও ১২ হাজার নিয়োগ সেরে ফেলা হবে।
গুয়াহাটি: সরকারি চাকরিতে নতুন ১ লক্ষ চাকরির ঘোষণা করেছে অসম সরকার (Government Jobs)। তার আওতায় আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যেই ১২ হাজার নিয়োগ সেরে ফেলা হবে বলে জানানো হল এ বার। বৃহস্পতিবার রাজ্য সরকারের আধিকারিকরা এ কথা নিশ্চিত করেছেন (Assam Government)।
২২ সেপ্টেম্বরের মধ্যে সরকারি চাকরিতে আরও ১২ হাজার নিয়োগ অসমে
অসম সরকার জানিয়েছে, মে মাসে ইতিমধ্যেই ৩০ হাজার জনকে নিয়োগ করা হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে আরও ১২ হাজার নিয়োগ সেরে ফেলা হবে। তাতে সবমিলিয়ে ৪২ হাজার নিয়োগ সম্পূর্ণ হবে।
সরকারি আধিকারিকদের সঙ্গে এ নিয়ে বৃহস্পতিবার বৈঠক করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। তিনি বলেন, ‘‘যত শীঘ্র সম্ভব ১ লক্ষ নিয়োগ সেরে ফেলতে হবে। খুশির খবর যে, ২২ সেপ্টেম্বরের মধ্যে আরও ১২ হাজার পদে নিয়োগ সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’’ এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব পবনকুমার বড়ঠাকুর, স্পেশ্যাল ডিজি জিপি সিংহ, প্রধান সচিব সমীরকুমার সিন্হা সহ অন্য আধিকারিকরাও।
Held a meeting with the District Skill Development Committees and ITI officials of Sonitpur & Biswanath district at DC Office, Sonitpur.
— Jayanta Mallabaruah (@jayanta_malla) September 1, 2022
The discussion was mostly about the skills that is required for the district. pic.twitter.com/EOyEHClLjv
বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ইতিমধ্যেই যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁদের মধ্যে থেকেই রাজ্য সরকারের বিভিন্ন দফতরে এই নিয়োগ করা হবে। ২ সেপ্টেম্বর একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে সরকার। সেই অনুষ্ঠান মঞ্চেই রাজ্য স্বরাষ্ট্র বিভাগের অধীন থাকা কনস্টেবল, সাব-ইনস্পেক্টর পদে ৫ হাজার ২০০ চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।
I personally instructed the officials to focus more on demand based skill training to cater the requirements of the District.
— Jayanta Mallabaruah (@jayanta_malla) September 1, 2022
বিশেষ অনুষ্ঠানে চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে
এ ছাড়াও, অ্যাসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার পদে যে ২৫৬ জনকে বেছে নেওয়া হয়েছে, তাঁদেরকেও নিয়োগপত্র দেওয়া হবে। পাবলিক ওয়র্ক ডিপার্টমেন্টে নিয়োগ করে হবে তাঁদের সকলকে। ওই দিনের অনুষ্ঠানে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, উচ্চশিক্ষা, কারিগরি সিক্ষা, স্বাস্থ্য এবং অন্য দফতরের বিভিন্ন শূন্যপদের জন্যও চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র।