Astro Tips: ভাইফোঁটার শুভদিনে আর কোন কোন কাজ করা যেতে পারে ? দিনের ভাল সময় কখন ?
Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ২৮ কার্তিক, ১৫ নভেম্বর -
সূর্যোদয় - সকাল ৫টা ৫৪ মিনিট
সূর্যাস্ত - সন্ধে ৪টা ৫০ মিনিট
কালবেলাদি - ৮:৩৮ গতে ১০:০ মধ্যে ও ১১:২২ গতে ১২:৪৪ মধ্যে
কালরাত্রি - ২:৩৮ গতে ৪:১৬ মধ্যে
যাত্রা - শুভ পূর্বে উত্তরে ও দক্ষিণে নিষেধ, দিবা ১০:২০ গতে পশ্চিমে নিষেধ, দিবা ১:৫৬ গতে মাত্র পূর্বে উত্তরে ও দক্ষিণে নিষেধ, শেষরাত্রি ৪:৯ গতে যাত্রা নেই
শুভকাজ- সাধভক্ষণ, নিষ্ক্রমণ, মুখ্যান্নপ্রাশন, বিক্রয়বাণিজ্য, বীজবপন, বাহন ক্রয় ও বিক্রয়, কম্পিউটার নির্মাণ ও চালন
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল -
মেষ রাশি : উত্থান-পতনের সাক্ষী হতে পারেন কাল। কাল নতুন ব্যবসা না শুরু করাই ভাল। লোকসান হলে আপনার মন অশান্ত হয়ে থাকবে। চাকরিক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা। চাকরিসূত্রে দূরে কোথাও ভ্রমণ করতে পারেন। পরিবারে কোনও সুখবর পেতে পারেন। পুরনো কোনও বন্ধু বা আত্মীয়ের সঙ্গে্ দেখা হতে পারে কাল। আপনার বাড়িতে আসতে পারেন বা আপনি তাঁর বাড়ি যেতে পারেন। পরিবারে বিষয় নজর দেবেন কাল।
বৃষ রাশি : চাকরি করেন যাঁরা কর্মক্ষেত্রে কাজের চাপ থাকতে পারে কাল। তবে আপনার পরিশ্রমে নেতৃত্ব খুশি হবে। আত্মবিশ্বাসের অভাব হত পারে কাল। স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না। চোখ বা কোমরের পীড়ায় ভুগতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যও ভাল না যাওয়ার সম্ভাবনা। ব্যবসা সম্পর্কে সাবধানী থাকুন। ধার না দেওয়াই ভাল। সব সমস্যায় পাশে পাবেন জীবনসঙ্গীকে।
মিথুন রাশি : ভাল কাটতে পারে কাল। রাজনীতির সঙ্গে যুক্ত যাঁরা, ভাল সুযোগ আসতে পারে। কলা ও সঙ্গীত ক্ষেত্রের ব্যক্তিবর্গের জন্য কালকের দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। কোনও প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হতে পারেন। সন্তানের দিক থেকেও ভাল খবর আসতে পারে। কাল ধার না নেওয়াই ভাল। বাকসংযম বজায় রাখুন। অন্যথায় কোনও বিষয়ে ঝগড়া হতে পারে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল। বাচ্চার স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে পারেন। ভাই-বোনের স্বাস্থ্য বিষয়েও চিন্তান্বিত হতে পারেন।
কর্কট রাশি : কালকের দিন মোটের উপর ভাল থাকবে। কাল কারো উপর রাগারাগি করবেন না অন্যথায় ঝগড়া হতে পারে এবং সম্পর্ক নষ্ট হতে পারে। ব্যবসা ভাল চলবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। পার্টনারশিপে ব্যবসা করলে সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন। চাকরিক্ষেত্রে মন দিয়ে কাজ করলে উপকার পাবেন। কারো কথা শুনে ঝগড়া করবেন না, প্রথমে বোঝার চেষ্টা করুন। চাকরিতে বদলি হতে পারে। পড়ুয়ারা পড়াশোনায় নজর দিন। অসৎ সঙ্গে না মেশাই ভাল। স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন।
সিংহ রাশি : সিংহ রাশির জাতক/জাতিকার জন্য কালকের দিন ভাল থাকবে। আত্মবি্শ্বাসে ভরপুর থাকবেন কাল। যে কাজেই হাত দেবেন, পুরো মনোযোগ দিয়ে করতে পারবেন। চাকরিক্ষেত্রে পরিবর্তনের যোগ রয়েছে। ভাল কাটবে প্রেম-জীবন। ভাল কাটবে দাম্পত্য জীবনও। সুখী থাকবে পারিবারিক জীবন। বেকারদের জন্য আশার আলো দেখা যেতে পারে। ইন্টারভিউ থেকে আসতে পারে সুখবর।
কন্যা রাশি : মোটের উপর ভাল কাটবে কালকের দিন। চাকরিক্ষেত্রে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা। কাজ মন দিয়ে করার চেষ্টা করুন। কাল নতুন ব্যবসায় হাত দিতে পারেন। ব্যবসায় বেশি পরিশ্রমে ভাল ফল মিলবে। পার্টনারশিপে ব্যবসায় উন্নতি হতে পারে। আচমকা ধনপ্রাপ্তির যোগ রয়েছে কাল। অনেকদিন ধরে আটকে থাকা টাকা পেতে পারেন। সন্তানের তরফ থেকে সুখবরে মন ভাল থাকবে। কথায় সংযম রাখুন।
বাজে কথা না বলাই ভাল।
তুলা রাশি : মধ্যম মানের থাকবে কালকের দিন। ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলেও বাতিল হতে পারে। ধর্মীয় সঙ্গীতে রুচি বেশি থাকবে। ভক্তিতে মন শান্তিতে থাকবে। মনে আশা ও নিরাশার মিশ্রভাব থাকবে। পড়ুয়ার পড়াশোনার জন্য অন্য শহরে যেতে হতে পারে। কেরিয়ারের জন্য কোনও পেশাদার কোর্স বেছে নিতে পারেন কাল। চাকরিক্ষেত্রে উন্নতি হতে পারে। আর্থিক স্থিতির উন্নতিলাভের সম্ভাবনা। ব্যবসা ভাল চলবে। বাইরে থেকে কোনও প্রকল্প হাতে পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গেও তালমিল ভাল বজায় থাকবে।
বৃশ্চিক রাশি : কালকের দিন কষ্টদায়ক হতে পারে। কোনও বিষয়কে নিয়ে চিন্তায় থাকতে পারেন। স্বাস্থ্য খারাপ থাকতে পারে কাল। কোলেস্টেরলের সমস্যা থাকলে বিশেষ নজর দিন। মানসিক সমস্যায় ভুগতে হতে পারে। মাইগ্রেনের সমস্যায় ভুগতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়েও নজর দিন। চাকরিক্ষেত্রেও অশান্তির সম্মুখীন হতে পারেন। তবে অধিক পরিশ্রমে মিলবে সুফল। ব্যবসায় অধিক ব্যয়ের সম্ভাবনা। ফলে মানসিক শান্তি বিঘ্নিত হবে। সন্তান ও জীবনসঙ্গীর তরফ থেকে অশান্তি ভোগ করতে পারেন।
ধনু রাশি : মোটের উপর ভাল কাটবে কালকের দিন। কারো সঙ্গে কোনওরূপ ঝগড়া-অশান্তি না জড়ানোই ভাল। বাকসংযম বজায় রাখুন। কোনও আত্মীয়র স্বাস্থ্য খারাপ হতে পারে। ব্যবসায় বিঘ্ন ঘটতে পারে কাল। তবে না ঘাবড়ানোই শ্রেয়। পরিস্থিতির উন্নতি ঘটবে। চাকরিক্ষেত্রে পরিবর্তনের যোগ রয়েছে। সন্তান ও জীবনসঙ্গীর তরফ থেকে খুশি থাকবেন।
মকর রাশি : শুভ যোগ কাল। তবে মন অশান্ত থাকবে কোনও বিষয় নিয়ে। পারিবারিক জীবন কিছুটা কষ্টে থাকতে পারে। স্ত্রীর সঙ্গে মতভেদ হতে পারে। বাকসংযম বজায় রাখুন। কোনও কথা বলার আগে দশবার ভাবুন। চাকরিতে ট্রান্সফার হতে পারে, তবে বেশি বেতন মেলার সম্ভাবনা। কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন। বাড়িতে কোনও অতিথি আসতে পারেন।
কুম্ভ রাশি : কাল মোটের উপর ঠিক কাটবে দিন। তবে আত্মবিশ্বাস কম থাকার সম্ভাবনা। কোনওপ্রকার ভয় জাঁকিয়ে বসতে পারে। ব্যবসা ভাল চলবে। ব্যবসায়িক বন্ধুর সহযোগিতা পাবেন। খরচ বেড়ে যাওয়ায় মনে অশান্তি থাকবে। স্বাস্থ্যের দিকে নজর দিন। পেটের সমস্যায় ভুগতে পারেন। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন।
মীন রাশি : কালকের দিন ঠিক কাটবে মীন রাশির জাতক-জাতিকাদের। চাকরি যাঁরা করেন মনসংযোগ থাকবে কাজে। পরিবারে শান্তি বজায় থাকবে। মন খুশি থাকবে। আর্থিক সুস্থিতি বজায় থাকার সম্ভাবনা। শান্তি থাকবে পারিবারিক জীবনেও। তবু কারো সঙ্গে বিবাদে জড়ানো থেকে বিরত থাকুন। পেটের সমস্যায় ভুগতে পারেন। সম্পত্তি নিয়ে চিন্তা হতে পারে। কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে কাল।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।