Diwali Astrology: কালীপুজোর আগে ব্রহ্মযোগে বিরাট প্রাপ্তি! আটকে থাকা টাকা ফেরত, কেরিয়ারে উন্নতির যোগ
বৃষ-সহ পাঁচ রাশির জাতকরা বিশেষ ভাবে লাভবান হবেন। অর্থ লাভের যোগ রয়েছে, পাশাপাশি কেরিয়ার ও ব্যবসায় উন্নতিও সম্ভব

কলকাতা: বৈদিক জ্যোতিষ অনুযায়ী সূর্য কন্যা রাশিতে এবং দ্বিতীয় স্থানে বুধ ও মঙ্গল উপস্থিত থাকায় এই যোগ তৈরি হচ্ছে। এই যোগের প্রভাবে কিছু রাশির জাতকরা নেতৃত্ব ক্ষমতা ও মান-সম্মান অর্জন করবেন। পাশাপাশি বেশী যোগের প্রভাবে অর্থ ও আর্থিক লাভ অর্জন করতে পারবেন এই রাশির জাতকরা। পাশাপাশি আর্থিক পরিস্থিতি মজবুত হবে। এদিকে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্যও লাভ করবেন।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের শনিবারের দিনটি লাভজনক। কর্মক্ষেত্রে ভাগ্যের জোরে সাফল্য লাভ করবেন। বাড়ি ও জমি কেনার চেষ্টা করে থাকলে সফল হবেন। পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন। ব্যবসায় আয় বাড়বে।
সিংহ রাশি
রাজনৈতিক ক্ষেত্রে লাভ অর্জন করবেন এই রাশির জাতকরা। বরিষ্ঠ ব্যক্তির সাহায্যে মুনাফা সম্ভব। কর্মক্ষেত্রে বড়সড় সাফল্য লাভ করতে পারেন। আবার ব্যবসায়ীরা কোনও লাভজনক চুক্তি পেতে পারেন। কাজকর্মের কারণে যাত্রা করে থাকলে তাতে সাফল্য লাভ করবেন।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের ভাগ্য বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে কোনও বড় সুযোগ পেতে পারেন। আধিকারিক আপনার কাজ দেখে আনন্দিত হবেন। উন্নতির সংযোগ রয়েছে। লোহা ও ধাতুর কাজ করেন যাঁরা, তাঁরা বড় সুযোগ পেতে পারেন। অতীত লগ্নির দ্বারাও লাভ সম্ভব। সম্পত্তি সংক্রান্ত কাজ করেন যাঁরা, তাঁদের আর্থিক লাভ সম্ভব। পারিবারিক ব্যবসায় পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের এই দিনটি সাফল্যদায়ক। ভাগ্যের সাহায্যে পরিশ্রমের দ্বারাও সাফল্য লাভ করতে পারেন। বুদ্ধি ও অভিজ্ঞতার দ্বারা লাভবান হবেন। আর্থিক পরিস্থিতি প্রবল হবে। আকস্মিক আর্থিক লাভও সম্ভব।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের শনিবারের দিনটি আর্থিক দিক দিয়ে লাভজনক। টাকা আটকে থাকলে তা ফিরে পেতে পারেন। রাজনৈতিক ও সামাজিক যোগাযোগের দ্বারা লাভবান হবেন। জটিল কাজের সমাধান করে স্বস্তি পাবেন। ভালো আয় করতে পারবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















