Weekly Horoscope: মীন রাশির জাতকদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ? কী বলছে সাপ্তাহিক রাশিফল
Weekly Astrology: সারা সপ্তাহ কেমন কাটতে চলেছে আপনার, দেখে নিন সাপ্তাহিক রাশিফল।
কলকাতা: কারও কর্মক্ষেত্রে জটিলতা তো কারও পারিবারিক জীবনে। সারা সপ্তাহজুড়ে অনেক কিছুই দেখতে হয় আমাদের। তাই আগামী সাতটা দিন কেমন কাটবে, তার আগাম ঝলক থাকলে, পথ চলতে অনেক সুবিধা হয়। সেই লক্ষ্যেই সাপ্তাহিক রাশিফল। দেখে নিন কী রয়েছে আপনার রাশিতে...
মেষ - সমাজে নিজের জায়গাল ঠিক করতে হবে এই সপ্তাহে। অন্যের প্রতি ব্যবহারে খেয়াল রাখুন নয়তো খারাপ ফল আনতে পারে। সামাজিক ও ধার্মিক কর্মকাণ্ডের অংশ হতে পারেন, এতে আপনার মানসিক শান্তি বাড়বে। বাড়িতে অশান্তির পরিবেশের কারণে ডিপ্রেশনে থাকতে পারেন। এমন পরিস্থিতিতে আপনার একটি ভুল পদক্ষেপ বাড়ির আবহাওয়া আরও খারাপ করে তুলতে পারে। যদি কর্মক্ষেত্রে কোনও পদক্ষেপ নিতে চান বা কাজ বদলাতে চান তাহলে খুব ভাল সময়। এই রাশির জাতক পড়ুয়াদের বন্ধুবান্ধবেরা ভাল ফল করে তাদের ছাপিয়ে যেতে পারে। শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়তে পারে।
বৃষ - এই সপ্তাহে খরচের পরিমাণ বাড়তে পারে। যোগ্যতার সঙ্গে শীর্ষে পৌঁছনোর জন্য কোনও বিলম্ব না করে আপনার কেরিয়ারে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিন। নয়তো শুধু ভাবনা চিন্তা ও পরিকল্পনা করতে করতেই মূল্যবান সময় ব্যয় হয়ে যাবে এবং সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। পরিবারের সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যাবে। জীবনসঙ্গীর কেরিয়ারে ভাল সময় আসতে চলেছে। পড়ুয়াদের ক্ষেত্রে একটু কঠিন সময় তবে ধৈর্য্য ধরতে হবে। এই সপ্তাহে খাওয়া-দাওয়ায় নজর দিন নয়তো শরীর খারাপের সম্ভাবনা থাকবে। তেল-ঝাল-মশলা দেওয়া খাবার থেকে দূরে থাকুন, প্রচুর জল খান।
মিথুন - কর্মক্ষেত্রে এই সপ্তাহে ভাল ফল পাওয়ার সময়। বেতন বৃদ্ধি পেতে পারে। রয়েছে প্রোমোশনের সম্ভাবনাও। নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই এই সমস্ত কিছু পেতে পারবেন আপনি। এই সময়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন। ফলে চাপ লাগতে পারে। নতুন কোনও পার্টনারশিপ বা এগ্রিমেন্ট থেকে এই সময় দূরে থাকাই শ্রেয়। এই রাশির জাতক পড়ুয়ারা ভাল খবর পেতে পারেন কারণ তাঁদের এই সময় পড়াশোনার অবস্থা প্রচণ্ডভাবে ভাল হতে চলেছে। স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। গলা বা কানের সমস্যা হতে পারে।
কর্কট - ব্যবসায়ীদের এই সপ্তাহে একাধিক ট্র্যাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় অঙ্কের টাকার কোনও প্রজেক্ট পেতে পারেন এই সময়ে। কর্মক্ষেত্রে সমঝে চলতে হবে নয়তো অপ্রস্তুত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। কোনও বিনিয়োগের সময়ে মা-বাবার কথা মনে রাখুন। তাঁদের পরামর্শ আপনার আর্থিক উন্নতি করবে। জীবনসঙ্গীর সাহচর্য পাবেন এবং ভালবাসা ও স্নেহ উপভোগ করবেন। পড়ুয়ারা পড়াশোনার প্রতি নিষ্ঠাবান থাকবেন এবং লক্ষ্যে পৌঁছতে সফল হবেন। বুক, চোখ সংক্রান্ত সমস্যা হতে পারে ফলে আগে থাকতে সাবধান হওয়া প্রয়োজন।
সিংহ - কর্মক্ষেত্রে এই সপ্তাহটা বেশ চ্যালেঞ্জিং কাটতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কাজের বাড়তি চাপ আসতে পারে। তবে তাঁদের আশাহত করবেন না আপনি। আর্থিক দিক থেকে এই সপ্তাহে আপনি এমন কিছু সুযোগ পাবেন যাতে অর্থ উপার্জন হবে। দীর্ঘমেয়াদি কোনও স্কিমে বিনিয়োগের কথা ভাবতে পারেন। কথায় লাগাম দেওয়া প্রয়োজন, শব্দচয়ন সঠিক হওয়া উচিত। নয়তো আপনার কথার ভুল ব্যাখ্যা হতে পারে, কর্মক্ষেত্রেও বা ব্যক্তিগত জীবনেও। শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটু সমস্যা হতে পারে।
কন্যা - এই সপ্তাহে আপনি বেশ প্রাণবন্ত থাকবেন। কর্মক্ষেত্রে আপনি অনুপ্রাণিত থাকবেন এবং বাকি থাকা সমস্ত কাজ সেরে ফেলতে পারবেন। কাজের প্রতি আপনার নিষ্ঠা দেখে কর্তৃপক্ষ খুশি হবেন। প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য বিভিন্ন স্ট্র্যাটেজির কথা মাথায় রাখতে হবে ব্যবসায়ীদের। সম্পত্তি সংক্রান্ত সমস্ত আদান-প্রদান এই সপ্তাহে শেষ হয়ে যাওয়ার কথা। প্রেম জীবন খুব সুখের কাটবে। সম্পর্ক ঠিক করে নেওয়ার পক্ষে ভাল সময়। পড়ুয়াদের পারিবারিক সমস্যার জন্য় লক্ষ্যপূরণে সমস্যা হতে পারে। পেটের সমস্যায় ভুগতে পারেন।
তুলা - কর্মক্ষেত্রে ভাল ফল পাবেন। একতার সঙ্গে ভাল কাজ করার অনুপ্রেরণা পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশ্বাস ও সহকর্মীদের শ্রদ্ধা অর্জন করবেন। বিদেশে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রোমোশনও মিলতে পারে। নতুন ব্যবসা যারা শুরু করতে চলেছেন তাদের জন্য ভাল সময়। অর্থ সঞ্চয় হবে। ব্যবসায় সরকারি সংস্থা থেকে ভাল লাভের আশা রয়েছে। বিনিয়োগের জন্য ভাল সময়। প্রেমের সম্পর্ক আরও মিষ্টি ও বিশ্বাসযোগ্য হবে।
বৃশ্চিক - কর্মক্ষেত্রে উচ্চতায় পৌঁছনোর আশা রয়েছে। সিনিয়ররা আপনার কাজে খুশি হবেন এবং নতুন দায়িত্ব দেবেন। কর্মক্ষেত্রে আরও কঠোর পরিশ্রম করতে হবে, ফলও মিলবে ভাল। এই সময়ে ব্যবসায় বিনিয়োগ করা লাভের হবে। কোনও অযাচিত খরচা করবেন না। বাজেটের মধ্যে খরচ করুন। পরিবারের সম্মান লাভ হবে। বড় ভাইবোনের সঙ্গে সম্পর্ক ভাল হবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে নতুন উদ্যমের দেখা মিলবে। বিশ্বাস বাড়বে, বিয়ের চিন্তাভাবনা করতে পারেন।
ধনু - কর্মক্ষেত্রে নিজের মেজাজ ও ব্যবহারে নজর রাখুন নয়তো সমস্যার সৃষ্টি হতে পারে। সিনিয়রদের সঙ্গে বিতর্ক এড়িয়ে চলাই শ্রেয়। নিজের কাজ সময়ে শেষ করুন। চাকরিতে বদলি হতে পারে, এতে আপনার লাভই হবে। ব্যবসার কারণে বড় ট্রিপে যেতে হতে পারে। কেউ কেউ বিদেশেও যেতে পারেন। বিনিয়োগে লাভ। তবে নিজের খরচে লাগাম টানতে সমস্যা হতে পারে। পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। দীর্ঘকালীন কোনও রোগ সারতে পারে।
মকর - কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। বেসরকারি সংস্থায় কর্মরতদের কিছু সমস্যা হতে পারে। সহকর্মীরা আপনার জন্য প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতের অমিল হতে পারে। ব্যবসার ভাল সময়। নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ ব্যবসায় সাহায্য করবে। ধৈর্য্য ধরে বুদ্ধিমানের মতো কাজ করতে হবে এই সময় যাকে পরিবারের সমস্যা মেটে। জীবনসঙ্গীকে এমন কিছু বলে দেবেন না যাতে তাদের খারাপ লাগে। তাঁদের কথা বোঝার চেষ্টা করুন।
কুম্ভ - নিজের বুদ্ধির সদ্ব্যবহার করুন। এটি আপনার মনোবল ও মানসিকতাকে শক্তিশালী করবে এবং কাজের ক্ষেত্রে নতুন কৌশল তৈরি করতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে দায়িত্ববান হবেন অন্যদিকে সমস্যারও সৃষ্টি হতে পারে। ব্যবসায়ীদের জন্য লাভের আশা রয়েছে এই মাসে। ব্যবসা বাড়বে এবং আপনার কনট্যাক্ট এই সময়ে কাজে লাগবে। পরিবারের মধ্যে বিশ্বাস বাড়বে। বড়দের আশীর্বাদ পাবেন। সঙ্গীর মনে কোনও সন্দেহ জাগতে দেবেন না। যে কোনও রকমের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিন, নয়তো তা সম্পর্কে র ক্ষতি করবে।
আরও পড়ুন: Daily Astrology 13 June: বৃষের প্রাপ্তিযোগ, কর্কটের আশা পূরণ; সপ্তাহের শুরুতেই ভাগ্যে চমক?
মীন - বেশি কাজের দায়িত্ব মিলতে পারে। অফিসে আপনার কাজ প্রশংসিত হবে এবং সিনিয়রদের সম্মান পাবেন। যারা চাকরি খুঁজছেন তাঁদের জন্যও ভাল সময়। ব্যবসা ভাল দাঁড়াবে। নতুন কৌশল তৈরি করে সেগুলো কাজে লাগাতে পারবেন। বাড়িতে আনন্দের পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন এবং বড়দের কথা মেনে চলুন। সঙ্গীর থেকে কোনও কথা লুকোবেন না। নিজের আবেগ মন খুলে প্রকাশ করুন। তৃতীয় কোনও ব্যক্তির জন্য সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে। এই সময়ে নিদ্রাহীনতার সমস্যা হতে পারে। পেটের সমস্যায় ভুগতে পারেন।