Daily Horoscope: শেয়ার বাজারে লাভ? নতুন সম্পর্কের শুরু? কী বলছে আপনার আজকের রাশিফল?
Daily Astrology: আগেভাগেই জেনে রাখুন কেমন যাবে আজকের দিনটি। কী বলছে আপনার রাশিফল?
কলকাতা: কেমন যাবে ১৭ জুন? দিনটি শুরুর আগেই জেনে নিন কী বলছে আপনার রাশিফল?
মেষ- পরিবার সবসময় পাশে থাকবে। অচেনা কারও উপর বিশ্বাস করবেন না। কোনও বিষয়ে জটিলতা থাকলে তা কেটে যাবে। আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সুযোগ রয়েছে।
বৃষ- সন্তানের সঙ্গে বেশি সময় কাটান। সরকারি কোনও কাজে ব্যস্ত থাকতে পারেন। সঙ্গীর সব কথা ভাল নাও লাগতে পারে। উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নেওয়া চিন্তাভাবনা করা যেতে পারে।
মিথুন- মায়ের বা মাতৃস্থানীয় কারও স্বাস্থ্যের যত্ন নিন। কর্মক্ষেত্রে নিজের খ্যাতির বিষয়টি নিয়ে চিন্তায় থাকতে হতে পারে। যেভাবে চেয়েছেন সেভাবেই কোনও কাজ শেষ করতে পারবেন।
কর্কট- বিবাহিত জীবন সুখের হবে। কারও কারও জীবনে নতুন কোনও সম্পর্ক আসতে পারে। ব্য়বসায়ীদের জন্য কোনও বড় সুযোগ অপেক্ষা করছে। মানসিক চাপ অনেকটাই হালকা হবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল মিলবে।
সিংহ- জীবনে আসা বাধা নিজের সাহসের সঙ্গেই মোকাবিলা করতে পারবেন। অন্যদের সঙ্গে ভাল ব্যবহার করুন। সরকার-সংক্রান্ত কোনও কাজে থাকলে সাফল্য আসবে।
কন্যা- স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তদের জন্য ভাল সময়। বিনীত ব্যবহার করুন। আর্থিক দিক থেকে কোনও চাপ হতে পারে। কাজে একটু বেশি সময় গিতে হতে পারে।
তুলা- ব্যবসায়ীরা অযথা ঝুঁকি নেবেন না। সন্তানের বিবাহ ক্ষেত্রে বাধা কেটে যাবে। কোনও কোনও ব্যক্তি আপনার বিরুদ্ধাচরণ করতে পারে।
বৃশ্চিক- ব্যবসার ক্ষেত্রে উন্নতি ঘটবে। আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হবে। মনের মতো কোনও সঙ্গীর খোঁজ পেতে পারেন। ভাল চিন্তার কারণে মনমেজাজও ভাল থাকবে।
ধনু- জীবনে ভাল কিছু পরিবর্তন আসবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। উচ্চপদস্থ কর্তাব্যক্তিদের সঙ্গে ভাল যোগাযোগ তৈরি হবে।
মকর- নতুন কোনও কাজের সুযোগ আসতে পারে। অংশীদারি ব্যবসায় লাভের মুখ দেখবেন। বৈবাহিক জীবনের বন্ধন আরও দৃঢ় হবে।
কুম্ভ- রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে নামের দিকে খেয়াল রাখুন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন পরীক্ষার্থীদের ফোকাস ধাক্কা খেতে পারে। সঙ্গীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
মীন- কাজের চাপ বাড়তে পারে। গুরুত্বপূর্ণ কোনও দায়িত্ব পেতে পারেন। শেয়ার বাজারে লাভের সুযোগ রয়েছে।