![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sawan 2024:খুলে যাবে ভাগ্যের চাকা, শিবের আশীর্বাদে সুখ-শান্তি বৃদ্ধি পাবে এই চার রাশির
Astro Tips: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শিবের ভক্তদের জন্য এই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ। অনেক শুভ ও বিরল যোগ নিয়ে শ্রাবণ মাস শুরু হচ্ছে।
![Sawan 2024:খুলে যাবে ভাগ্যের চাকা, শিবের আশীর্বাদে সুখ-শান্তি বৃদ্ধি পাবে এই চার রাশির Sawan 2024: rare coincidence is happening in Sawan after 72 years, pain and suffering of these zodiac signs will end Sawan 2024:খুলে যাবে ভাগ্যের চাকা, শিবের আশীর্বাদে সুখ-শান্তি বৃদ্ধি পাবে এই চার রাশির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/10/63e6afc3f4d75219756cf5f5fd00e759172059962543651_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: শ্রাবণ মাসকে (Sawan 2024) পবিত্র মাস হিসেবে গণ্য করা হয়। তাই এই মাসে শিব পুজো সহ শিবের উপোস করেন অনেকে। এবছর শ্রাবণ মাসের সোমবার আরও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব: চলতি বছর শ্রাবণ মাসের প্রথম সোমবার ২২ জুলাই। শ্রাবণ মাসের শেষ সোমবার ১৯ অগাস্ট। এবছর শ্রাবণ মাস ২৯ দিনের। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শিবের ভক্তদের জন্য এই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ। অনেক শুভ ও বিরল যোগ নিয়ে শ্রাবণ মাস শুরু হচ্ছে। মনে করা হচ্ছে ৭২ বছর পর এই ধরনের বিরল ঘটনা ঘটছে। এবছর শ্রাবণ মাস শুরু হচ্ছে সোমবার। শেষও হচ্ছে সোমবার। শ্রাবণের প্রথম সোমবার প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ এবং সিদ্ধি যোগ রয়েছে।
প্রীতি যোগ: ২১ জুলাই রাত ১১:১১ থেকে ২২ জুলাই রাত ৮:৫০ পর্যন্ত।
সিদ্ধি যোগ: ২২ জুলাই সারাদিন থাকবে এই যোগ।
আয়ুষ্মান যোগ: ২২ জুলাই রাত ৮:৫০ থেকে পরের দিন পর্যন্ত।
এই শ্রাবণে কোন কোন রাশির ভাগ্য খুলবে?
এই বিরল এবং শুভ যোগে ইতিবাচক প্রভাব পড়বে একাধিক রাশির জীবনে। শিবের বিশেষ আশীর্বাদ পাবে চার রাশির জাতকরা। দূর হবে একাধিক সমস্যা।
মেষ- এই মাস মেশ রাশির জন্য শুভ। প্রেমের সম্পর্কের জন্য এবং বৈবাহিক জীবনের জন্য ভাল সময়। আর্থিক দিক থেকে সুখী হবেন।
সিংহ- কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে ভাল সময়। আয়ের নতুন পথ খুলে যাবে। শিবের আশীর্বাদে নতুন কাজ শুরু করতে পারেন এই সময়ে।
কন্যা- অর্থের কারণে জীবনে সুখ শান্তি বজায় থাকবে। স্বাভাবিকভাবে অর্থ কষ্ট থেকে মুক্তি মিলবে এই মাসে।
মকর- আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন এবং সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। ধর্মীয় কাজের প্রতিও আপনার আগ্রহ বাড়বে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)