Auto Expo 2025: অপেক্ষার অবসান, ভারত মোবিলিটি এক্সপোতে টাটা আনছে ৫ নয়া ইভি, লুকেই করবে বাজিমাত
Tata Motors: ভারত মোবিলিটি গ্লোবাল অটো এক্সপোতে প্রদর্শিত টাটার প্রথম ইভির নাম হল টাটা হ্যারিয়ার ইভি। এটি সংস্থার ফ্ল্যাগশিপ বৈদ্যুতিন এসইউভি (Tata Harrier EV) হিসেবে বাজারে আসবে।

Bharat Mobility Global Expo 2025: ভারত মোবিলিটির গ্লোবাল এক্সপোর দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আজ ১৭ জানুয়ারি ২০২৫ থেকে। এই ইভেন্টটি (Tata EV) মূলত মোবিলিটি সেক্টরের জন্য দারুণ উন্মাদনা নিয়ে আসে। ভারত মণ্ডপমে আয়োজিত এই ইভেন্টে (Auto Expo 2025) টাটা মোটরস গ্রিন ফুয়েল এনার্জি সম্বলিত বৈদ্যুতিন গাড়ির পোর্টফোলিও নিয়ে হাজির হবে। দেখা যাবে এই গাড়িগুলির প্রথম লুক। একেবারে টাটকা ৫টি নতুন ইভি আনতে চলেছে টাটা মোটরস (Tata Motors)। কোন কোন ইভি দেখা যাবে এই ইভেন্টে ?
টাটা হ্যারিয়ার ইভি
ভারত মোবিলিটি গ্লোবাল অটো এক্সপোতে প্রদর্শিত টাটার প্রথম ইভির নাম হল টাটা হ্যারিয়ার ইভি। এটি সংস্থার ফ্ল্যাগশিপ বৈদ্যুতিন এসইউভি (Tata Harrier EV) হিসেবে বাজারে আসবে। এটিই আজকের ইভেন্টের প্রধান আকর্ষণ। এই ইভিতে একটি ক্লোজ গ্রিল, নতুন এয়ারোডায়নামিক হুইল ডিজাইন থাকবে বলে মনে করা হচ্ছে। টাটা হ্যারিয়ার এতে দুটি ব্যাটারি প্যাক পাবে যার মধ্যে রয়েছে ৬০ কিলোওয়াট আওয়ার এবং ৮০ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি। ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন এবং ডুয়াল মোটর অল-হুইল ড্রাইভ এতে পাওয়া যাবে।
টাটা সিয়েরা ইভি
এই অটো এক্সপোর বড় আকর্ষণ হল টাটা সিয়েরা ইভি যার আধুনিক রূপ হল সিয়েরা ইভি। এতে আপনি ৫ ডোর (Tata Sierra EV) লে আউট পেয়ে যাবেন, টাটা হ্যারিয়ার ও সাফারির মত প্রযুক্তি থাকতে পারে এই টাটা সিয়েরা ইভিতে। পরে এই মডেলের আইসিই ভ্যারিয়ান্টও চালু হতে পারে বাজারে। একেবারে নতুন প্ল্যাটফর্মে আসছে টাটা সিয়েরা ইভি।
টাটা পাঞ্চ ফেসলিফট
টাটার তৃতীয় গাড়ি হল টাটা পাঞ্চ ফেসলিফট, যা কিনা অন্যান্য এসইউভির সঙ্গে এবারে অটো এক্সপোর মঞ্চে নজর কাড়বে। টাটা পাঞ্চ (Tata Punch EV) এই সংস্থার সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে অন্যতম।
টাটা সাফারি ইভি ও আইসিই
টাটার সেভেন সিটার ইভি হল টাটা সাফারি। এর ইলেকট্রিক ভ্যারিয়ান্ট প্রদর্শিত হবে অটো এক্সপোতে। এছাড়াও টাটা সাফারির (Tata Safari EV) একটি নতুন পেট্রোল ভ্যারিয়ান্টও এক্সপোতে আনা হতে পারে। নতুন টাটা সাফারিতে টার্বো চার্জড পেট্রোল ইঞ্জিন দেওয়া থাকতে পারে।
টাটা অভিন্য
এই তালিকার সবশেষে রয়েছে টাটা অভিন্যর (Tata Avinya) নাম। এটি একটি কনসেপ্ট কার হিসেবে প্রদর্শিত হবে। গাড়ির প্রোডাকশন মডেলও খুব শীঘ্রই দেখা যাবে।
আরও পড়ুন: Gold Rate: বিয়ের মরশুম শুরু হতেই সোনার দামে কী বদল ? আজ সস্তায় সোনা কেনার সুযোগ পাবেন ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
