Best Scooter under 1 Lakh: ১২৫ সিসির ইঞ্জিন, মাইলেজ ৪৯ কিমি ! ১ লাখের মধ্যেই পাবেন সেরা ৫ স্কুটার
Scooters 125 cc: ভারতের বাজারে অনেক স্কুটার আছে যেগুলো ভাল মাইলেজ (Best Scooter under 1 Lakh) দেয়, আবার বাজেটের মধ্যেই পাওয়া যায় সেই মডেলগুলি।
Top Scooters India: ভারতে প্রতিদিনই দু-চাকার গাড়ির চাহিদা বাড়ছে। মানুষের দৈনন্দিন কাজের সুবিধার জন্য বাইক-স্কুটার কেনার চল বাড়ছে ক্রমশ। নারী-পুরুষ উভয়ের মধ্যেই এই স্কুটার কেনার একটা চল রয়েছে। তবে স্কুটার (125 cc Scooter) কিনে ফেলার আগে দেখে নিতে হবে তার পারফরম্যান্স কেমন। ভারতের বাজারে অনেক স্কুটার আছে যেগুলো ভাল মাইলেজ (Best Scooter under 1 Lakh) দেয়, আবার বাজেটের মধ্যেই পাওয়া যায় সেই মডেলগুলি। তাহলে চলুন জেনে নেওয়া যাক এমন কিছু স্কুটারের নাম যেগুলির দাম ১ লাখের মধ্যেই, আবার যা ভাল পারফরম্যান্সও দেবে।
Yamaha Ray ZR 125
১২৫ সিসির Fi হাইব্রিড চালিত অ্যাসিস্ট ইঞ্জিন রয়েছে এই স্কুটারে। এর মাইলেজ ৪৯ কিমি প্রতি লিটারে। ডিস্ক ব্রেক এবং ড্রাম ব্রেক দু-ধরনের মডেলই আছে এই স্কুটারে। এর এক্স শো-রুম দাম ৮৫,০৩০ টাকা। তবে এলাকা ভিত্তিতে এই দাম বদলে যেতে পারে।
TVS Ntorq 125
টিভিএসের এই মডেলে ১২৫ সিসির ৩ ভালভ CVTi REVV ইঞ্জিন রয়েছে যা ৯.২৫ বিএইচপি শক্তি দেয়। এই স্কুটারের সর্বোচ্চ গতি ৯৫ কিমি প্রতি ঘণ্টায়। এই স্কুটারে (Best Scooter under 1 Lakh) এক লিটার তেলে যাওয়া যাবে ৪১.৫ কিমি পথ। মোট ৫টি ভ্যারিয়ান্টে বাজারে মিলছে এই স্কুটার। TVS Ntorq-এর এক্স শো-রুম দাম ৮৪,৬৩৬ টাকা।
Suzuki Access 125
এই তালিকায় তৃতীয় স্থানেই উঠে আসে এই সুজুকির স্কুটারের (Best Scooter under 1 Lakh) নাম। ৪ স্ট্রোক, ১ সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন রয়েছে এই বাইকে। এটি ৬৭৫০ আরপিএমে ৮.৭ পিএস শক্তি এবং ৫৫০০ আরপিএমে ১০ এনএম টর্ক উৎপন্ন করে। টার্ন বাই টার্ন নেভিগেশন ফিচার দেওয়া হয়েছে এই গাড়িতে। ৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে এই সুজুকি স্কুটারে। Suzuki Access 125 এর এক্স শো-রুম দাম ধার্য করা হয়েছে ৮২,১৫৫ টাকা।
Hero Xoom 110
এই হিরো জুম ১১০ মডেলে দেখা যায় একটিমাত্র এয়ারকুলড ৪ স্ট্রোকের SI ইঞ্জিন রয়েছে যা কিনা ৭২৫০ আরপিএমে ৮.০৫ বিএইচপি শক্তি উৎপন্ন করে। অন্যদিকে ৫৭৫০ আরপিএমে ৮.৭০ এনএম টর্ক উৎপন্ন করে। এই স্কুটারের আরেকটি বৈশিষ্ট্য এর ডায়মন্ড কাট অ্যালয় হুইল। ব্লুটুথ কানেক্টিভিটির সঙ্গে এই স্কুটারের দাম ৭১,১৮৪ টাকা।
Honda Dio
এই তালিকায় সবার শেষে আছে হোন্ডা ডিওর নাম। এতে একটি ৪ স্ট্রোকের SI ইঞ্জিন যা কিনা ৮০০০ আরপিএমে ৫.৭৮ কিলোওয়াট এবং ৫২৫০ আরপিএমে ৯.০৩ কিলোওয়াট শক্তি উৎপন্ন করে। এতে ৫.৩ লিটারের ফুয়েল ট্যাঙ্ক আছে। এক লিটার তেলে হোন্ডার এই স্কুটারে যাওয়া যাবে ৪৮ কিমি। এর দাম রাখা হয়েছে ৭৪,২৩৫ টাকা।
আরও পড়ুন: Car Insurance: গাড়ির বিমা না থাকলে এবার সমস্যায় পড়বেন, বড় ঘোষণা সরকারের