SUV Cars: দেশের সবথেকে ছোট SUV আনল ভিনফাস্ট, প্রিমিয়াম লুক, হাজারও ফিচার্স; দাম শুনলে অবাক হবেন
Vinfast VF3 SUV: ভিয়েতনামের বৈদ্যুতিন গাড়ি প্রস্তুতকারক সংস্থা ভিনফাস্ট এখন ভারতে তাদের বৈদ্যুতিন গাড়ির প্রদর্শনী শুরু করেছে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে। এই সংস্থা চাইছে যাতে ভারতের বাজারেও তাদের বৈদ্যুতিন গাড়ি নিয়ে আসা যায়।

Vinfast VF3: ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে বিশ্বব্যাপী বহু গাড়ি নির্মাতা সংস্থা তাদের নিত্যনতুন গাড়ি নিয়ে এসেছে প্রদর্শনীর জন্য। আর সকলের মধ্যে সবথেকে বেশি নজর (SUV Cars) কেড়েছে ভিনফাস্টের সবথেকে ছোট্ট এসইউভি গাড়ি ভিএফ ৩। এই গাড়িটি (VinFast VF3 Car) ভারতে লঞ্চ হলে এটিই হবে দেশের সবথেকে ছোট এসইউভি (Car Price) গাড়ি। তামিলনাড়ুতে এই গাড়ি নির্মাতা সংস্থা কারখানা তৈরির পরেই সম্ভবত ভারতে গাড়ি নির্মাণ শুরু করবে।
ভিয়েতনামের বৈদ্যুতিন গাড়ি প্রস্তুতকারক সংস্থা ভিনফাস্ট এখন ভারতে তাদের বৈদ্যুতিন গাড়ির প্রদর্শনী শুরু করেছে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে। এই সংস্থা চাইছে যাতে ভারতের বাজারেও তাদের বৈদ্যুতিন গাড়ি নিয়ে আসা যায়। ভিনফাস্টের এই ভিএফ ৩ মডেলটি সবথেকে ছোট এসইউভি গাড়ি হতে চলেছে। বাজারে ভলিউম বাড়ানোর জন্য ভারতে এই গাড়ির লঞ্চ করা হতে পারে। এটি একইসঙ্গে একটি মাইক্রো এসইউভি এবং একটি বৈদ্যুতিন গাড়িও।
ভিনফাস্ট ভিএফ ৩-র ডিজাইন ও ব্যাটারি প্যাক
ভিনফাস্ট ভিএফ ৩-র দৈর্ঘ্য মাত্র ৩১৯০ মিমি, এর হুইলবেস রয়েছে ২০৭৫ মিমি। এই গাড়িটিকে এগুলি অত্যন্ত কমপ্যাক্ট করে তুলেছে। এর ডিজাইন খুবই আকর্ষণীয়, হুবহু বড় এসইউভি গাড়ির সঙ্গে একে তুলনা করা যায়। এতে একটি বৈদ্যুতিন মোটর রয়েছে যা ৪৩.৫ হর্সপাওয়ারের শক্তি এবং ১১০ এনএমের টর্ক উৎপন্ন করে। এতে একটি ১৮.৬৪ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে, যা একবার চার্জ দিলে ২১০ কিমি পর্যন্ত রেঞ্জ এনে দেয়।
ভিনফাস্ট ভিএফ ৩-র বৈশিষ্ট্য
ভিনফাস্ট ভিএফ৩ এসইউভির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৯০ মিমি, যা ভারতীয় রাস্তার জন্য একে দুর্দান্ত করে তুলেছে। এর ইন্টিরিয়র অত্যন্ত সহজ, এতে রয়েছে একটি বিশাল টাচস্ক্রিন, যা কিনা বেশিরভাগ ফাংশন নিয়ন্ত্রণ করে। এছাড়া এর চারদিকে দারুণ স্টোরেজ স্পেস রয়েছে, এর বুট স্পেস যদিও একটু কম। পিছনের সিটগুলি অনেক প্রশস্ত যা যাত্রীদের অনেকটাই আরাম দেয়।
ভারতে ভিনফাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা
ভিনফাস্ট প্রথমে সিবিইউ অর্থাৎ কমপ্লিটলি বিল্ট ইউনিট-এর মাধ্যমে ভারতে তার বড় ও প্রিমিয়াম গাড়ি নিয়ে আসবে। কিন্তু সংস্থা চাইছে ভারতে একটি কারখানা খোলার জন্য, আর এর মাধ্যমে অনেক সাশ্রয়ী মূল্যে এসইউভি বাজারে আনতে পারবে সংস্থা। এখন ২০২৫ সালের ভারত মোবিলিটি অটো এক্সপোতে এখনও পর্যন্ত সবথেকে ছোট্ট এসইউভি এবং আকর্ষণীয় বৈদ্যুতিন গাড়ি হিসেবে প্রদর্শিত হয়েছে ভিনফাস্টের ভিএফ ৩ মডেলটি।
আরও পড়ুন: Solar Car: দেশের প্রথম সৌরশক্তি চালিত গাড়ির লুক প্রকাশ্যে, ১ কিমি যেতে খরচ মাত্র ৮০ পয়সা; কত দাম ?






















