BMW Bikes: গাড়ি, স্কুটারের পর এবার দুরন্ত ফিচার্সের বাইক আনছে BMW, দাম শুনলে চমকে যাবেন
BMW Bike Launched: একেবারে নতুন এফ ৯০০ জিএস এবং এফ ৯০০ জিএস অ্যাডভেঞ্চার এই দুই বাইক (BMW Bikes) এবার বাইকপ্রেমীদের মন জয় করে নিতে চলেছে। কত দামে পাবেন এই প্রিমিয়াম বাইক ?
BMW New Bike: ভারতের বাজারে আলোড়ন সৃষ্টি করেছে বিএমডব্লিউ মোটোরাড। এই বিলাসবহুল অটোমেকার দুটি দুর্দান্ত বাইক বাজারে এনেছে। একেবারে নতুন এফ ৯০০ জিএস এবং এফ ৯০০ জিএস অ্যাডভেঞ্চার এই দুই বাইক (BMW Bikes) এবার বাইকপ্রেমীদের মন জয় করে নিতে চলেছে। দুটি বাইক অনেকাংশেই একই রকম বলা চলে। এফ ৯০০ জিএস সাধারণ বাইকের (BMW F900 GS) থেকে এর অ্যাডভেঞ্চার মডেলটি পাহাড়ি এলাকায় চালানোর জন্য উন্নতমানের এবং যথোপযুক্ত। এই দুটি মডেলই অফ রোড সংস্করণের বাইক বলা চলে।
অফ-রোড এবং ট্যুরিং ফিচার্স পাবেন এই বাইকে
বিএমডব্লিউ গ্রুপ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ও সিইও বিক্রম পাওয়া এই নতুন বাইক সম্পর্কে জানিয়েছেন এটি এমন একটি নিখুঁত এনডুরোস যা কিনা অ্যাডভেঞ্চার ও অফ-রোডিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। এই বাইকের মধ্যে অফ-রোড ক্ষমতার পাশাপাশি ট্যুরিং ফিচার্সও রয়েছে। এই বাইকগুলি সম্পূর্ণরূপে বিদেশে প্রস্তুত হয়েছে এবং সেখান থেকেই ভারতের বাজারে আনা হয়েছে।
বিএমডব্লিউর শক্তিশালী বাইক
বিএমডব্লিউ এফ ৯০০ জিএস এবং বিএমডব্লিউ এফ ৯০০ জিএস অ্যাডভেঞ্চার উভয়ই একটি ৮৯৫ সিসির ২ সিলিন্ডার ইন লাইন ইঞ্জিন ব্যবহার করেন। এই ইঞ্জিনটি ৮৫০০ আরপিএমে ১০৩ বিএইচপি শক্তি উৎপন্ন করে। অন্যদিকে ৬৭৫০ আরপিএমে এই বাইকে ৯৩ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের পাশাপাশি এই বাইকে রাখা হয়েছে একটি ৬ স্পিডের ইউনিট গিয়ার বক্স।
বাইকের দারুণ সব ফিচার্স
বিএমডব্লিউ এফ ৯০০ জিএস বাইকে ৬.৫ ইঞ্চির টিএফটি টাচস্ক্রিন থাকছে, যা কেবল বাইক সম্পর্কিত সমস্ত তথ্যই দেবে না বরং নেভিগেশনের ফিচার্সও দেবে। এই অত্যাধুনিক জিএস মডেল দুটি স্ট্যান্ডার্ড রাইডিং মোড রেইন ও রোড সহ আনা হয়েছে। এর সঙ্গে বাইকটিতে ডায়নামিক ট্রাকশন কন্ট্রোল এবং একটি ডায়নামিক ব্রেক লাইটও লাগানো হয়েছে।
বিএমডব্লিউর এই বাইকের দাম
বিএমডব্লিউ এফ ৯০০ জিএস সাও পাওলো ইয়েলো এবং একটি স্পোর্টি জিএস ট্রফি ভ্যারিয়ান্ট অফ হোয়াইট ও রেসিং ব্লু মেটাল এই তিন রঙে বাজারে আসে। আর অন্যদিকে জিএস অ্যাডভেঞ্চার ভ্যারিয়ান্টটি ব্ল্যাক স্টর্ম এবং হোয়াইট অ্যালুমিনিয়াম ম্যাট কালারের সঙ্গে বাজারে আসে।
বিএমডব্লিউ এফ ৯০০ জিএসএর এক্স শোরুম দাম যেখানে ১৩.৭৫ লক্ষ টাকা, সেখানে বিএমডব্লিউ এফ ৯০০ জিএস অ্যাডভেঞ্চারের এক্স শোরুম দাম ১৪.৭৫ লক্ষ টাকা।
আরও পড়ুন: Paytm Share Price: Paytm শেয়ারে ৬ শতাংশ লাফ, জানুয়ারি থেকে এই প্রথমবার ছাড়াল ৭০০ টাকা