Hop Leo Electric Scooter: ভারতে হাজির নতুন ই-স্কুটার, একবার চার্জে চলবে ১২০ কিলোমিটার, দাম কত?
Electric Scooter: লা হচ্ছে, Hop Leo ইলেকট্রিক স্কুটারে শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ২.৫ ঘণ্টা। হাই স্পিডের এই ইলেকট্রিক স্কুটারে একবার পুরো চার্জ দিলে ১২০ কিলোমিটার সফর করা সম্ভব হবে।
Hop Leo Electric Scooter: নতুন ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) লঞ্চ হয়েছে ভারতে। হাই-স্পিডের (High Speed) এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে Hop Electric সংস্থা। এবার লঞ্চ হয়েছে Hop Leo মডেল। এই ইলেকট্রিক স্কুটারের দাম ৯৭ হাজার টাকা (এক্স শোরুম)। Hop Electric সংস্থা এই লিও মডেলের ইলেকট্রিক স্কুটার ছাড়াও বিক্রি করে Lyf ইলেকট্রিক স্কুটার এবং Oxo ইলেকট্রিক মোটরসাইকেল বা বাইক। এবার দেখে নেওয়া যাক নতুন লঞ্চ হওয়া ইলেকট্রিক স্কুটারে কী কী ফিচার রয়েছে। Hop Leo ইলেকট্রিক স্কুটারে রয়েছে একটি 72V BLDC হাব মোটর। এই মোটরের সর্বোচ্চ বা পিক পাওয়ার আউটপুট হল 2.2kW। অন্যদিকে সর্বোচ্চ torque হল 90Nm। নতুন এই ইলেকট্রিক স্কুটারের মোটরের সঙ্গে যুক্ত রয়েছে একটি 2.1kWh লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারি আবার IP67 রেটিং প্রাপ্ত। অর্থাৎ এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ। চারটি রাইডিং মোড রয়েছে Hop Leo ইলেকট্রিক স্কুটারে। সেগুলি হল যথাক্রমে- ইকো, পাওয়ার, স্পোর্ট এবং রিভার্স।
এই ইলেকট্রিক স্কুটারে চার্জ দেওয়ার জন্য রয়েছে ৮৫০ ওয়াটের চার্জার। বলা হচ্ছে, Hop Leo ইলেকট্রিক স্কুটারে শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ২.৫ ঘণ্টা। হাই স্পিডের এই ইলেকট্রিক স্কুটারে একবার পুরো চার্জ দিলে ১২০ কিলোমিটার সফর করা সম্ভব হবে। Hop Leo ইলেকট্রিক স্কুটারে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার। যেমন এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে এলইডি হেডলাইট এবং এলসিডি ডিজিটাল ডিসপ্লে। পাঁচটি আলাদা রঙে এই ইলেকটড়িক স্কুটার লঞ্চ হয়েছে। কালো, সাদা, ধূসর, নীল এবং লাল রঙে Hop Leo ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছে। ১০ ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে। এছাড়াও রয়েছে combi-brake সিস্টেম। এই ইলেকট্রিক স্কুটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬০ মিলিমিটার। আর লোডিং ক্যাপাসিটি ১৬০ কেজি। অর্থাৎ এই ওজনের মাল স্কুটারে করে নেওয়া যাবে।
Ola Experience Center: ওলা ইলেকট্রিক (Ola Electric) সংস্থার এক্সপিরিয়েন্স সেন্টার খোলা হবে দেশের বিভিন্ন শহরে, একথা আগেই জানা গিয়েছিল। গতবছর অর্থাৎ ২০২২ সালের শেষ হওয়ার আগে, ডিসেম্বর মাস শেষ হওয়ার আগে ভারতের বিভিন্ন শহরে ১০০টি ওলা এক্সপিরিয়েন্স সেন্টার (Ola Experience Center) খুলেছে ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ। এবার সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও ভাবিশ আগরওয়াল জানিয়েছেন, আগামী ২৬ জানুয়ারির মধ্যে, অর্থাৎ এ মাসেই আরও ১০০টি ওলা এক্সপিরিয়েন্স সেন্টার খোলা হবে ভারতের বিভিন্ন শহরে। সম্প্রতি ট্যুইট করে একথা জানিয়েছেন ভাবিশ আগরওয়াল। এই সমস্ত এক্সপিরিয়েন্স সেন্টারে থাকবে সার্ভিস ডেস্ক, এই তথ্যও জানানো হয়েছে। অর্থাৎ ওলা ইলেকট্রিকের এইসব এক্সপিরিয়েন্স সেন্টারের মধ্যেই থাকবে সার্ভিস সেন্টারও (Ola Service Center)। এর পাশাপাশি ইউজারদের সুবিধার জন্য ওলা সংস্থা সাবস্ক্রিপশন ভিত্তিক সার্ভিস প্যাকেজও চালু করতে চলেছে। এই সমস্ত প্যাকেজের সাহায্যে ইলেকট্রিক ভেহিকেলের দেখভাল করা হবে সার্ভিস সেন্টারে। এই সমস্ত সার্ভিস সেন্টার যুক্ত থাকবে ওলার এক্সপিরিয়েন্স সেন্টারগুলিতে।
আরও পড়ুন- ইলেকট্রিক ও পেট্রোলে পাওয়া যাবে টাটা সিয়েরা, টক্কর হবে মহিন্দ্রা স্করপিও এন-এর সঙ্গে