Hyundai Alcazar: হোয়াটসঅ্যাপ দিয়েই খুলবে গাড়ির দরজা ? দারুণ সব ফিচার্স হুন্ডাইয়ের এই গাড়িতে
Hyundai Alcazar Digital Key Feature: হুন্ডাই আলকাজার ফেসলিফট মডেলে রাখা হয়েছে ডিজিটাল কী-এর বৈশিষ্ট্য। এই ফিচারের মাধ্যমে আপনি এখন চাবি ছাড়াই আপনার গাড়ির লক করা দরজা খুলতে পারেন।
Hyundai Cars: ভারতের বাজারে হুন্ডাই নিয়ে এসেছে আলকাজার মডেল। এই গাড়িতে এমন একটি ফিচার্স রয়েছে যা কেবলমাত্র বিলাসবহুল গাড়িতেই লক্ষ্য করা যায়। বিএমডব্লিউ ৫ সিরিজের কথা ধরলে এই ফিচার্স শুধুমাত্র এই গাড়িতেই (Hyundai Alcazar) দেখা যায়। আর এই বিএমডব্লিউ গাড়ির দাম ৭০ লাখ টাকারও বেশি, আর হুন্ডাই (Hyundai Cars) তার আলকাজার মডেলে ১৫ লাখ টাকার মধ্যেই এই ফিচার্স এনে দিচ্ছে।
হুন্ডাই আলকাজারের কী দারুণ ফিচার্স ?
হুন্ডাই আলকাজার ফেসলিফট মডেলে রাখা হয়েছে ডিজিটাল কী-এর বৈশিষ্ট্য। এই ফিচারের মাধ্যমে আপনি এখন চাবি ছাড়াই আপনার গাড়ির লক করা দরজা খুলতে পারেন। আপনি যদি বাইরে থাকেন এবং ভুলবশত গাড়ির চাবিটি বাড়িতে রেখে চলে আসেন, তাহলেও কোনও অসুবিধের মধ্যে পড়তে হবে না আপনাকে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েই সহজে গাড়ির দরজা খোলা যাবে। গাড়ির চাবি অন্য কেউ ডিজিটালি এনে দেবে এবং সেই দরজা খুলে যাবে আপনা থেকেই।
কীভাবে কাজ করে ডিজিটাল কি ফিচার্স ?
মূলত আপনার মোবাইল ফোন থেকে কাজ করবে এই ডিজিটাল কি ফিচার্সটি। এর জন্য প্রথমে আপনাকে আপনার ফোনে প্লে স্টোর থেকে ব্লু লিঙ্ক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে এবং তারপরে সেখানে যেতে হবে ভেহিকল ডিজিটাল কি অপশনে। ডিজিটাল কি পেতে আপনাকে এখানে রেজিস্ট্রেশনও করতে হবে। এরপরেই আপনি ডিজিটাল কি পেয়ে যাবেন। আপনি এই ডিজিটাল কি-য়ের লিঙ্ক যে কারও সঙ্গে শেয়ার করতে পারেন। হোয়াটসঅ্যাপে এই লিঙ্কটি পাঠালে লিঙ্কে ক্লিক করলেই দরজা খুলে যাবে গাড়ির।
গাড়ির হ্যান্ডলে আপনার স্মার্টফোন টাচ করালেই গাড়ির দরজা খুলে যাবে। আর তারপর গাড়ি চালু করার জন্য আপনাকে আপনার ফোনটি স্ক্রিন সাইড আপ সহ ওয়্যারলেস চার্জিং পয়েন্টে রাখতে হবে। এভাবেই আপনার গাড়ি চাবি ছাড়াই স্টার্ট হবে। ডিজিটাল কি-এর মাধ্যমে সহজেই গাড়িটিকে ফের লক করা যাবে।
২০২৪ হুন্ডাই আলকাজারের দাম
বাজারে এই হুন্ডাই আলকাজার ফেসলিফট ভার্সন এসেছে বিগত ৯ সেপ্টেম্বর তারিখে। এই গাড়িটি ৬ সিটার বা ৭ সিটার ভ্যারিয়ান্টে পাওয়া যায়। হুন্ডাই আলকাজারের দাম ১৪.৯৯ লক্ষ টাকা থেকে শুরু হয় এবং এর টপ ভ্যারিয়ান্টের দাম ২১.৫৫ লক্ষ টাকা পর্যন্ত।
আরও পড়ুন: BMW Bikes: গাড়ি, স্কুটারের পর এবার দুরন্ত ফিচার্সের বাইক আনছে BMW, দাম শুনলে চমকে যাবেন